মালদা:- বিশ্ব মহামারী ভাইরাসের তৃতীয় ঢেউয়ের আগাম সর্তকতা সত্বেও মালদা জেলা প্রশাসন ভবন চত্বরেই করোনা ভাইরাসের সমস্ত ধরনের বিধি-নিষেধকে উপেক্ষা করেই "স্বাস্থ্য সাথী" সহায়তা কেন্দ্রের সামনে লাইনে উপচে পড়া ভিড়। হেলদোল নেই প্রশাসনের। সেখানে মানা হচ্ছে না কোন সামাজিক দূরত্ব, স্বাস্থ্য সাথী কার্ড করতে আসা লাইনে দাঁড়ানো বেশি সংখ্যক মানুষের মুখে নেই মাস্ক। এ বিষয়ে লাইনে দাঁড়ানো মহিলাদের জিজ্ঞাসাবাদ করলে তাদের বিভিন্ন ধরনের অজুহাত। কেউবা জানাচ্ছেন যে মাক্স ব্যাগে রাখা আছে, আবার কেউ বা শ্বাসকষ্টের জন্য পরছেন না, কেউবা বাড়ি থেকে মাস্ক আনতে ভুলে গেছেন এমন ধরনেরই অজুহাতেই পার।