শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পালিত হল ২১শে জুলাই শহীদদিবস।

মোহাঃ আবুল কাশিম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ২১ জুলাই ২০২১ বুধবার

মালদা ২১ জুলাই : সারা রাজ্যের পাশাপাশি কালিয়াচক ৩ নাম্বার ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পালিত হল ২১ শে জুলাই শহীদ দিবস। কালিয়াচক ৩ নাম্বার ব্লক তৃণমূল কংগ্রেসেরক সবাপতি দূর্গেশ চন্দ্রা সরকারের নেতৃত্বে বুধবার দুপুর ২টা নাগাদ তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের নিয়ে শহীদ বেদীতে মাল্যদান করে পালন করা হয় একুশে জুলাই। শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং দলীয় পতাকা উত্তোলন করে শহীদ দিবস পালন করা হয় কালিয়াচক ৩ নাম্বার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কালিয়াচক ৩ নাম্বার ব্লক তৃণমূল কংগ্রেসেরক সবাপতি দূর্গেশ চন্দ্রা সরকার ছাড়াও উপস্থিত ছিলেন,মালদা জেলা জয় হিন্দ বাহিনীর প্রেসিডেন্ট কৃষ্ণ দাস। মালদা জেলা জয় হিন্দ বাহিনীর প্রেসিডেন্ট কৃষ্ণ দাসের নেতৃত্বে বীরনগর - ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে থেকে প্রায় ৫০ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। শহীদ বেদীতে মাল্যদান এরপর কালিঘাট থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন। জায়েন্ট স্ক্রিন এর মাধ্যমে বক্তব্য শোনার ব্যবস্থা করা হয় দলীয় কার্যালয়ে। আগামী দিনে কোন পথে যাবে দলীয় কর্মীরা ভার্চুয়াল বক্তব্যের মাধ্যমে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।