অরণ্য সপ্তাহ পালন এর উদ্দেশ্যে হেল্প ফর ইউ ফাউন্ডেশন l
মোঃ আবুল কাশিম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:০৪ পিএম, ১৭ জুলাই ২০২১ শনিবার
মোথাবাড়ি ট্যাক্সি স্ট্যান্ডে অরণ্য সপ্তাহ পালন এর উদ্দেশ্যে হেল্প ফর ইউ ফাউন্ডেশন একটি অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করলেন হেল্প ফর ইউ ফাউন্ডেশনের সদস্যরা ।বৃক্ষরাজি মানুষের সুখদুঃখের সাথী, কাজেই বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের চারপাশের পরিবেশ কে সাজাতে হবে সবুজ শ্যামলিমায় l জীবনের প্রতিটি পদক্ষেপে প্রত্যেকটি জীব প্রত্যক্ষ কিম্বা পরোক্ষ ভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, কিন্তু দূষণের মারণ রোগে আক্রান্ত আমাদের বিশ্ব প্রকৃতি, এ কঠিন অসুখের এক অন্যতম ঔষধ বৃক্ষরোপণ। এই মহাযজ্ঞে যদি আমরা সফল হই, তাহলে হইতো কোনো দিন জীবাণুমুক্ত বাতাসে ভবিষ্যতের কোনো এক প্রজন্ম শ্বাস নিতে পারবে l তাই আজ পরিবেশের এই সংকট কলে দূর ভবিষ্যতের সোনালী স্বপ্নকে চোখে রেখে সমগ্র মানজাতির অঙ্গীকার হোক পরিবেশ রক্ষা l