পেট্রল ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিশাল পদযাত্রা l
মোঃ হাবিবুল্লাহ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:৫০ পিএম, ১২ জুলাই ২০২১ সোমবার
পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আজ সংগ্ৰামপুর রেলস্টেশন সংলগ্ন বাজার এলাকায় মাননীয় গিয়াসউদ্দিন মোল্লা মহাশয় ও জেলা পরিষদের নেত্রী মাননীয়া তন্দ্রা পুরকাইত মহাশয়ার নির্দেশে মগরাহাট পশ্চিম বিধানসভার অন্তর্গত কালিকাপোতা অঞ্চলে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি অর্থাৎ পেট্রোল, ডিজেল, সরিষার তেল,রান্নার গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদী মিছিল হয়।এই মিছিলের নেতৃত্ব দেন কালিকাপোতা অঞ্চল তৃনমূলের কার্যকরী সভাপতি সাবির উদ্দিন পুরকাইত, সভাপতি আলী আকবর গাজী,সাদিকুল মোল্লা (এ্যাডভাইজার কমিটির সদস্য), খয়রুল ইসলাম লস্কর(যুব সভাপতি), মোজাম্মেল হক (এম এল এ সাহেবের অঞ্চল পরিদর্শক),হাজী ইসমাইল (সংখ্যালঘু ব্লক সভাপতি ),দীনেশ মন্ডল(উপপ্রধান), প্রসেনজিৎ বর প্রমুখ নেতৃবৃন্দ এছাড়া অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী ও বুদ্ধিজীবীবর্গ। বিশিষ্ট সমাজসেবী আলি আকবর গাজী সাহেব বলেন """মোদী সরকার ক্ষমতায়(২০১৪)আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন পেট্রল এবং গ্যাসের দাম কমিয়ে জনগণের রান্নার হেঁসেলে সুবিধা প্রদান করবেন কিন্তু বাস্তবে সাধারণ মানুষের জীবন দূর্বিষহ হয়ে উঠেছে, সুতরাং অবিলম্বে পেট্রোল,ডিজেল,গ্যাস এবং দৈনন্দিন জীবনের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে,যাতে সাধারণ মানুষ ভালো ভাবে এই কর্মহীন লকডাউনের বাজারে জীবন যাপন করতে পারে"। এই প্রতিবাদসভার মূল উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় সরকার পেট্রোপন্যের মূল্য হ্রাস না করলে আরো বড়ো ধরনের প্রতিবাদ জানাবে, এখানে আরো উল্লেখ করেছেন জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হয়ে আগামী লোকসভা নির্বাচনে তৃনমূল হাইকমান্ড মমতা ব্যানার্জি মহাশয়াকে প্রধানমন্ত্রী হিসেবে পাখি চোখ করতে চাইছে। আজকের প্রতিবাদ সমাবেশের উপচে পড়া ভীড় চোখে পড়ার মতো, বহু মানুষ এই সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী মোদীজীর কুশপুত্তলিকা প্রকাশ্যে জ্বালিয়ে দিয়ে প্রতিবাদ মিছিল সমাপ্ত ঘোষণা করেন।ক্যামেরম্যান সাবির হোসেন হালদারের সাথে আমি মোঃ হাবিবুল্লাহ।