শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাহাড়ে টানা বৃষ্টিপাতের কারনে জাতীয় হাইওয়ে ২৯ মাইলে যাতায়াতে l

স্বপন পাল

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:০৭ পিএম, ৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার

স্বপন পাল দার্জিলিং :- পাহাড়ে টানা বৃষ্টিপাতের কারনে জাতীয় হাইওয়ে ২৯ মাইলে যাতায়াতে বিঘ্ন ঘটেছে যান বাহন চলাচল ও ধীর গতিতে করছে | গতকাল রাত থেকে প্রবল বৃষ্টির ফলে উচু পাহাড় থেকে বোল্ডার ও কাদা মাটি সরাসরি জাতীয় সড়কে এসে পড়ে | এর ফলে জাতীয় সড়ক দিযে যানবাহনের চলাচল সমস্যায় পড়ছে যদিও ইতিমধ্যে জাতীয় সড়কে যান চলাচলের উপযোগী করতে স্হানীয় রিযা়ং পুলিস এবং বিভাগীয় কর্মীরা দিনরাত কাজ করে চলেছেন গতকাল রাতের বৃষ্টিপাতের ফলে পাহাড়েরের জোড়ার জল অনেকটা বেড়ে গিয়েছে এর ফলে মাটি এবং বোল্ডার আলগা হয়ে জাতীয় সড়কে নেমে এসেছে সংযুক্ত দপ্তরের দেওয়া দেওযাল কোন কাজে আসছেনা অন্যদিকে রিয়াং পুলিস ও ১০ নম্বর জাতীয় সড়কের কর্মীরা জীবনের ঋুকি নিয়ে কাজ করে চলেছে |