মালদাঃ-হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের বারুইপাড়া মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আইহো অঞ্চলের বিভিন্ন এলাকার স্বনির্ভর গোষ্ঠী গুলির হাতে রবিবার বিকেলে মহিলাদের হাতে স্যানিটারি ন্যাপকিন ও মাস্ক-স্যানিটাইজার তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায়,হবিবপুর ব্লকের তৃনমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল মিশ্র,তৃনমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি রাকেশ রায় ,আইহো অঞ্চলের উপপ্রধান বাসনা মন্ডল, আইহো গ্রাম পঞ্চায়েত সদস্য অমৃত হালদার সহ তৃনমুলের বিভিন্ন কার্মীরা রবিবার স্বনির্ভর গোষ্ঠীর প্রায় দুইশো জন মহিলাদের হাতে এই সামগ্রিক তুলে দেওয়া হয়। এবিষয়ে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায় বলেন,হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের বারুই পাড়ায় আজ তৃণমূল ছাত্র পরিষদের ও তৃণমূল কংগ্রেসের তরফে স্বনির্ভর গোষ্ঠী ও এনজিও দের হাতে মাক্স,স্যানিটাইজার,স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়, জেলা জুড়ে বিভিন্ন এনজিওর মাধ্যমে বিভিন্ন জায়গায় মাস্ক স্যানিটাইজার সহ বিভিন্ন সামগ্রিক সাধারণ মানুষের মধ্যে পৌছে দিচ্ছি এছাড়াও মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সামনে কমিউনিটি কিচেনের ব্যবস্থা করেছিলাম,রক্তদার শিবিরের ব্যবস্থা করছি,আজ মহিলা সংগঠনের দ্বারা আমরা আজ স্যানিটারি ন্যাপকিন ও মাক্স স্যানিটাইজার তুলে দেওয়া হয়।এছাড়াও তিনি আরো বলেন জেলাবাসী কে সচেতন মূলক বার্তা দিলেন মাস্ক ও দূরত্ব ও স্যানিটাইজার ব্যবহার করুন সকলে সাবধানে থাকুন।