শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মিড ডে মিলের সামগ্রী বিলিতে দূর্নীতির অভিযোগ l

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৩৩ এএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার

মালদা : মিড ডে মিলের সামগ্রী বিলিতে দূর্নীতির অভিযোগ উঠলো মালদা শহরের চিন্তামণি চমৎকার প্রাথমিক স্কুলের বিরুদ্ধে।  চলতি মাসে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য মিড ডে মিলের সামগ্রী প্রদানের জন্য দেয়া হয়।  বৃহস্পতিবার  সকালে চিন্তামণি চমৎকার প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক দেরকে চাল ডাল চিনি সাবান দেওয়া হচ্ছিল।  অভিভাবক দের সন্দেহ হয় তারা স্কুল থেকে দেওয়া খাদ্যসামগ্রী বাইরের দোকানে ওজন করান এবং সেখানে দেখা যায় প্রতিটি প্যাকেটে প্রায় ৫০ গ্রাম বা তার ও বেশি  সামগ্রিক কম রয়েছে।  বিশেষ করে কম থাকছে  চাল ডাল চিনি ও আলু।  তারপরে অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় । খবর পেয়ে স্কুলের ছুটে আসেন প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকেরা ।  সামগ্রী পরিবর্তন করে দেয় স্কুলের কর্তৃপক্ষ তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি স্কুলের শিক্ষকেরা।  অভিভাবকদের অভিযোগ প্রতি মাসেই এইভাবে কম খাদ্যসামগ্রী  দেওয়া হচ্ছে । এইবার তারা হাতেনাতে ধরে ফেলে।