রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৬ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

হাতের মুঠোয় মালদহের আম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ৯ জুন ২০২১ বুধবার | আপডেট: ০৬:৩৬ পিএম, ৯ জুন ২০২১ বুধবার

 মালদাঃ-এবার হাতের মুঠোয় মালদহের আম। এক ক্লিকে আপনার ঘরের দুয়ারে পৌঁছে যাবে মালদহের আম। হোম অন ক্যাশ ডেলিভারী। জৈব সার ব্যবহার করে উৎপাদিত মালদহের বিখ্যাত হিমসাগর,লক্ষণভোগ,ন্যাংড়া,ফজলী সহ একাধিক আম এবার আপনার ঘরের দুয়ারে। কোন বেসরকারি উদ্যোগে নয়। সরকারি উদ্যোগেই এই ব্যবস্থা চালু হয়েছে। প্রাথমিভাবে মালদহে এই ব্যবস্থা চালু হলেও আগামীতে রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে চালু হবে এই পরিসেবা। কেন্দ্রীয় সরকারের হটিকালচার বিভাগে  আম্র গবেষনা দপ্তর ও রাজ্য সরকারের সুফল বাংলার যৌথ উদ্যোগে চালু হয়েছে এই পরিসেবা।এই পুরো প্রজেক্টে মাঠে নেমে কাজ করছেন মালদার আধিবাসী মহিলারা। কেন্দ্রীয় গবেষনা কেন্দ্রের  মালদহে কেন্দ্রে  কর্মরত এক বৈজ্ঞানিক অন্তরা দাস জানান আধিবাসী মহিলাদের দুইটি স্বয়ংভর গোষ্ঠী এই কাজ করেছেন। বাজারে আমের যে মূল্য থাকবে। তার থেকে অনলাইন আমের মূল্য একই থাকবে। খুব বেশী হেরফের হবে না। মূলতঃ মহিলাদের পারিশ্রমিকের মূল্য হিসাব করে আমের দাম নির্ধারন হবে। তিনি জানান বাইরের আমে যে কার্বাইড অথবা ক্রেমিক্যাল ব্যবহার করা হয়। তাদের উদ্যোগে তৈরী করা আমে তা থাকবে না। ফলে ফ্রেশ আম পাওয়া যাবে। যা খেতে অনেক বেশী সুস্বাদু হবে। অন লাইন যে অ্যাপ তৈরী করা হয়েছে। সেই অ্যাপে কোন প্রজাতির আম কত পরিমানে নিবেন তা অ্যাপলোড করলেই আপনার বুকিং হয়ে যাবে। তারপর সেই আম আপনার  নিদিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে।