কোহলির ভিডিও নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম
স্পোর্টস ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ১০:৪১ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার
দেশে থেকে অন্য দেশের খেলোয়াড়দের ভালো লাগলে এই দেশে (ভারত) কি করছেন? ওই দেশে গিয়েই থাকুন না! কথাটি ভারতীয় ক্রিকেট অধিনায়ক ভিরাট কোহলির। সম্প্রতি তার এই কথাটি নিয়ে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। পিছিয়ে নেই ভারতীয় মিডিয়াও। ফলাও করে প্রচার করছেন তারাও।
বিষয়টির সূত্রপাত এক ভারতীয়র ক্রিকেট নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করার সময় হঠাৎই একজন ভারতীয় নাগরিকের কমেন্ট চোখে পড়ে কোহলির। মন্তব্যটি ছিল এমন, 'দলে ওভাররেটেড ব্যাটসম্যান দিয়ে ভরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এদের খেলায় আমি তেমন কোনো বিশেষ কিছু খুঁজে পাইনি। এর চেয়ে বরং ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের খেলা আমার আরও বেশি ভালো লাগে।'
আর এই মন্তব্য দেখেই চটেছেন আইসিসির টেস্ট ও একদিনের ক্রিকেটে র্যাংকিংয়ের শীর্ষে থাকা ভিরাট কোহলি। স্বল্প ওভারের ক্রিকেটে এখন প্রায় একচেটিয়া রাজত্ব ভারতীয় ক্রিকেটারদের। তারপরেও দর্শক মহল থেকে এরকম মন্তব্য দেখে যে কারোরই চটার কথা। থেমে থাকেননি কোহলিও। টুইটারে একটি ভিডিও আপলোড করে তিনি ওই সমালোচনার জবাব দিয়েছেন।
ভিডিওতে তিনি বলেন, 'আমার মতে আপনার ভারতেই থাকা উচিৎ না। আপনি আমাদের দেশে কি করছেন? আপনার তো বরং অন্য দেশে গিয়ে থাকা উচিৎ। আপনি আমাকে পছন্দ করেন কি না করেন তাতে আমার কিচ্ছু আসে যায় না। তবে আমার মতে আপনার আমাদের দেশে থেকে অন্যদের দেশের কোনোকিছুই ভালোলাগা উচিৎ না!'
তবে তার এ কথারও সমালোচনা করছে একদল ভারতীয়। তারা পাল্টা টুইট করে কোহলির দিকে প্রশ্ন ছুড়ছেন। কোহলির ভিডিওর পরিপেক্ষিতে কেউ কেউ বলেছেন, 'কোহলি কি ভারতীয় ক্রিকেট পছন্দ না করাদের দেশ ত্যাগ করতে বলছেন? আর অন্য দেশের ভারতীয় ক্রিকেট পছন্দকারীদের দেশে আনতে চাচ্ছেন? অগ্রাধিকার দ্বারা সে কি বোঝাচ্ছে?' কেউ কেউ আবার বলেছেন, 'সে কেনো তবে বিদেশি পণ্যের প্রচারণা চালায়?'
একজন তো আবার ভিরাটের ব্যক্তিগত দিকও সামনে তুলে এনেছেন। তিনি টুইটে জানিয়েছেন, বিদেশের মাটিতে গিয়ে সে (কোহলি) বিয়ে করেছে। অন্য খেলায় বিদেশি দল সমর্থন দেয়। কাবাডি রেখে বিদেশি খেলা ক্রিকেট খেলে। অন্য ভাষায় কথা বলে। বিদেশি জামাকাপড় পড়ে। তো সে কিভাবে এই কথাগুলো অন্যকে উদ্দেশ্য করে বলে?
এসএইচএস