লকডাউন পরিস্থিতিতে বিভিন্ন অসহায় পরিবারের এখন করুন অবস্থা।
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ৭ জুন ২০২১ সোমবার | আপডেট: ০৫:৪৮ পিএম, ৭ জুন ২০২১ সোমবার

মালদাঃ-দেশজুড়ে চলছে মহামারী করোনা ভাইরাসের প্রকোপ।আর তার জন্য রাজ্যজুড়ে ঘোষণা হয়েছে লকডাউন। লকডাউন পরিস্থিতিতে বিভিন্ন অসহায় পরিবারের এখন করুন অবস্থা।এই সময় ওই সব অসহায় পরিবারের কথা মাথায় রেখে অলওয়েজ স্মাইল নামক এক সেচ্ছাসেবী সংগঠন তাদের একবেলা খাবার তুলে দেওয়া চেষ্টা করলেন এদিন হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের কিওল আদিবাসী গ্রামে। অলওয়েজ স্মাইল পক্ষ থেকে অসহায় দুঃস্থদের মধ্যে রান্না করা দুপুরে খাওয়া তুলে দেওয়া হয়। এদিন সেচ্ছাসেবী সংগঠনে তরপে মেনুতে ছিল ভাত,ডাল, সবজি মাংস মিষ্টি। এদিন এই সংগঠনের পক্ষ থেকে আদিবাসী কিওল গ্রামে প্রায় ৩০০জন অসহায় শিশু ও পুরুষ, মহিলাদের মুখে খাবার তুলে দেন ।এই সংকট ময় মুহূর্তে জন্য সব সময় প্রস্তু রয়েলে এই সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।