ধুমপুর অঞ্চলের পলাশবনি গ্রামে করোণা নেই বলে দাবি এলাকাবাসীদের l
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ৭ জুন ২০২১ সোমবার
মালদাঃ-হবিবপুর ব্লকের ধুমপুর অঞ্চলের পলাশবনি গ্রামে করোণা নেই বলে দাবি এলাকাবাসীদের, সোমবার করোনা কে সামনে রেখে মাঝি থানে পূজো করলেন গ্রামের বাসিন্দারা তাদের বিশ্বাস দেশজুড়ে করোণায় জর্জরিত সেই সময় মালদহের হবিবপুর ব্লকের ধুমপুর অঞ্চলের একটি ছোট্ট গ্রাম পলাসবোনা গ্রামে এখনো করোণা নেই বলাই বাহুলো এক বছর পার হয়ে গেল কোন প্রভাব পড়েনি করোনার তাদের গ্রামে বলে দাবি। তাদের দীর্ঘ বিশ্বাসের তাদের মাঝিথানে পুজো পূজার্চনা করে বলে তাদের এই গ্রামে এখনো করোনার কোন প্রভাব নেই বলে তাদের দীর্ঘ বিশ্বাস। পুরানো রিতি মেনে প্রতি বছরের ন্যায় এ বছরও পুজো করলেন গ্রামবাসীরা মাঝথানে ঢাকঢোল বাজিয়ে পুজোর শেষে ছাগ বলি করা হয়। পূজা সম্পন্ন করেন পুজো শেষে ওই এলাকার কয়একজন ব্যাক্তি গায়ে ভর নামে এবং গ্রামের ক্ষতি বা উন্নতি সব ধরনের কথা বলে জানিয়েদেয় এ দীর্ঘ বিশ্বাস কে সামনে রেখে গত শনিবার বিকেলে পূজা সম্পন্ন করল পলাশবোনা গ্রামবাসীরা।