সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালদা জেলার মোথাবাড়ি থানার হেল্প ফর ইউ ফাউন্ডেশনের সদস্যরা l

মোহাঃ আবুল কাশিম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:১৬ পিএম, ৫ জুন ২০২১ শনিবার

মালদা জেলার মোথাবাড়ি থানার হেল্প ফর ইউ ফাউন্ডেশনের সদস্যরা করোনাভাইরাসের মহামারীর মধ্যে রাত দিন এক করে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। প্রতিদিন এই ফাউন্ডেশনের চার থেকে পাঁচজন সদস্য ব্লাড ব্যাংকে গিয়ে বিভিন্ন রোগীকে রক্তদান করে আসছেন। তাছাড়া গ্রামীণ এলাকায় করণা আক্রান্ত রোগীদের অক্সিজেন পরিষেবা দিয়ে যাচ্ছেন। এই চরম পরিস্থিতির মধ্যেও বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করে থাকেন। বিশেষ করে থালাসেমিয়া শিশুদের ক্ষেত্রে ফাউন্ডেশনের সদস্যরা সব সময় তৎপর থাকেন। জেলা এবং জেলার বাইরে ও রক্তের যোগান এই ফাউন্ডেশন অনবরত দিয়ে চলেছেন। মালদা জেলার বিভিন্ন রুগী কলকাতার বিভিন্ন হাসপাতালে যখন ভর্তি থাকে তখন তার রক্তের ব্যবস্থাও করে থাকেন। হেলপ ফর ইউ ফাউন্ডেশনের সম্পাদক সামিউল আহমেদ জানান যে, জেলা এবং জেলার বাইরে আমাদের যে সমস্ত সদস্য সদস্যা রয়েছেন সকলেই সক্রিয়ভাবে এই চরম পরিস্থিতির মধ্যে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে কাজ করে চলেছেন। তিনি আরো জানান বিশেষ করে যুবসমাজকে এই কাজের জন্য উদ্বুদ্ধ করে থাকেন। সমাজব্যবস্থা যেন ভেঙ্গে না পড়ে তার জন্য মানবিকতা মানসিকতা তৈরি করা হচ্ছে আমাদের কাজ এবং লক্ষ্য। আমরা অনেকাংশে যুব সমাজের মধ্যে সেই সচেতনতা গড়ে তুলতে সক্ষম হয়েছি।