শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

গঙ্গা নদীতে মৃতদেহ ভেসে থাকার ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়ালো l

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৪০ পিএম, ৫ জুন ২০২১ শনিবার

মালদা,: গঙ্গা নদীতে মৃতদেহ ভেসে থাকার ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়ালো মালদা ভুতনি থানা কোশি ঘাট এলাকায়। শনিবার দুপুর নাগাদ আন্তঃরাজ্য সীমান্তবর্তী এলাকায় এই দেহ ভেসে বেড়ানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।এলাকাবাসীর অনুমান দেহ হতে পারে ভিন রাজ্যের করোনা আক্রান্তের। আরে অনুমান ঘিরে তৎপর প্রশাসনের কর্তারা। ইতিমধ্যেই ঘটনাস্থলে দেহ উদ্ধার করতে তৎপরতা দেখাচ্ছে ভুতনি থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন দুপুর নাগাদ দুটি দেহ গঙ্গা নদীতে ভেসে আসছে দেখতে পান তারা। তবে একটি দেহ ভেসে চলে গেলেও অপর একটি দেহ আটকে যায় নদীর কিনারায়। এর পরে ঘটনাস্থলে পৌঁছায় ভূতনি থানার পুলিশ সহ এলাকার বিভিন্ন প্রান্তের মানুষ। সম্প্রতি উত্তর প্রদেশ বিহার এর বিভিন্ন প্রান্তে নদীতে ভেসে বেড়ানোর ঘটনা সামনে এসেছে। আরে দেহ ঘিরে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে সন্দেহ নদীপথে মালদার মানিকচকের এই গঙ্গা নদীতে আসার সম্ভাবনা ছিল। এই পরিস্থিতিতে জেলা প্রশাসন তৎপরতার সাথে নদীপথে তল্লাশি অভিযান চলছিল। তবে এবারে অপরিচিত পচা-গলা দেহ নদীতে ভেসে বেড়ানোর ঘটনা সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই দেহ করণা আক্রান্ত হতে পারে অনুমান এলাকাবাসীর। এলাকাবাসী জানান, গত কয়েকদিন ধরে প্রতিনিয়ত দেহ ভেসে যাচ্ছে এই গঙ্গা নদী দিয়ে। আর এই দেহ ভেসে যাওয়ার ঘটনায় আতঙ্কিত রয়েছে এলাকার মানুষ। ভুতুড়ে থানার পুলিশ দেহ উদ্ধার করতে কাজ শুরু করেছে।