সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইয়াস ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে মাধ্যমিক শিক্ষক সংগঠন STEA

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:২২ পিএম, ১ জুন ২০২১ মঙ্গলবার

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ মঙ্গলবার মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি STEA -র পক্ষ থেকে ইয়াস ঝড় ও হঠাৎ ঘটে যাওয়া। প্রবল জলোচ্ছ্বোসে ক্ষতিগ্রস্ত খেজুরি ব্লকের পূর্ব আলাইচক এবং পশ্চিম অ্যালাইচক এই দু'টি গ্রামে দুটি পৃথক কর্মসূচির মধ্য দিয়ে। এলাকার ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের হাতে খাদ্য সামগ্রী, ব্লিচিং সহ বিভিন্ন জিনিসপত্র এর প্যাকেট তুলে দেওয়া হয়। ইতিমধ্যে গতকাল থেকে এই ব্লকের কাদিরাবাদচর গ্রামে কমিউনিটি কিচেন চলছে।
এই কর্মসূচিতে খেজুরি জোনের শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়শী প্রশংসা করে জেলা সম্পাদক স্বপন কুমার ভৌমিক, আরো বেশি বেশি আর্থিক সাহায্য সহ অন্যান্য সামাজিক কাজে শিক্ষক শিক্ষাকর্মীদের উদ্যোগী হওয়ার আবেদন জানান।
 এই কর্মসূচিতে  জেলা সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা কমিটির অন্যতম সদস্য সোমনাথ সামন্ত, এই দুটি শিবিরের অন্যতম সংগঠক সমিত করণ,খেজুরি জোনের সভাপতি অমিতাভ  পাখিরা,সম্পাদক কৃষ্ণেন্দু দাস, সহ-সভাপতি দিলীপ মন্ডল, এগরা জোনের সম্পাদক অভিজিৎ জানা, শোভনলাল দাস, সোমনাথ দাস,সৌমিত্র দিন্ডা,অনিমেশ ঘোষ প্রমুখ।