করোনা সচেতনতা ও কোভিদ রোগীদের সাহায্যার্থে হেল্পলাইন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৪১ পিএম, ১২ মে ২০২১ বুধবার
নিজস্ব সংবাদদাতা, তমলুকঃ ভয়াবহ করোনার দ্বিতীয় ঢেউয়ে মানুষকে সচেতন করে তোলার জন্য মাস্ক পরা, স্যানিটাইজার/সাবান ব্যবহার করা, শারীরিক দূরত্ব বজায় রেখে দিন যাপন করা, কোন ধরনের শারীরিক অসুস্থতা হলে ডাক্তারের পরামর্শ নেওয়া ,সাথে সাথে এসইউসিআই (কমিউনিস্ট) দলের জেলার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার আবেদন জানিয়ে আজ সকাল থেকেই তমলুক শহর ও শহীদ মাতঙ্গিনী ব্লক জুড়ে প্রচার চালাল এসইউসিআই (কমিউনিস্ট) দল। সচেতনতার সাথে সাথে মাস্ক ও স্যানিটাইজার বিলি করে।
এসইউসিআই (কমিউনিস্ট) দলের তমলুক লোকাল কমিটির সম্পাদক তথা পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রণব মাইতি বলেন, বর্তমান ভয়াবহ করোণা পরিস্থিতিতে মানুষ দিশেহারা। অক্সিজেন অভাবে রোগীর মৃত্যু ঘটছে, টিকা অপ্রতুল ,হাসপাতালে বেড নেই, ভারতবর্ষজুড়ে এক দুর্বিষহ অবস্থা চলছে। শ্মশান কবরে শবদেহ সৎকারের জায়গা থাকছে না। আমরা আজ মানুষকে যেমন স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি, তেমনি সরকারের কাছে দাবি জানিয়েছি উপরোক্ত সমস্যাগুলো দ্রুত সমাধান না হলে ভারতবর্ষে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে। তাই অবিলম্বে জেলার রেপিড টেস্ট- rt-pcr টেস্ট বাড়ানো, হাসপাতালের বেড বাড়ানো, সেফ হোম গড়ে তোলা, অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থা ভীষণ রকম প্রয়োজন। ইতিমধ্যে আমরা সিএমওএইচ,তমলুক জেলা হাসপাতালের সুপার ,জেলাশাসক এবং তমলুক অনন্তপুর হাসপাতালে বি এম ও এইচ -কে সমস্যাগুলো জানিয়েছি। অন্যদিকে কেন্দ্রীয় সরকার, মন্ত্রীরা বিমানে চড়ে কোটি কোটি টাকা খরচ করছে, নতুন সংসদ সেন্ট্রাল ভিস্টার জন্য কুড়ি হাজার কোটি টাকার কাজ চালাচ্ছে। এটা মানুষকে চরম অবমাননার শামিল বলে মনে করি। ফলে অবিলম্বে কেন্দ্রীয় সরকার এই সমস্ত সমস্যার সমাধান করুক। পাশাপাশি আমাদের দলের পক্ষ থেকে জেলায় হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।[ SUCI(Communist)
দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির নিম্নের হেল্পলাইনে ফোন করুন।
তমলুক- 8016615363
হলদিয়া- 7477600713
কাঁথি- 8001109280
এগরা- 9609220665
জেলা- 6295457854]