ভাঙ্গা এইচ এস স্কুলে কোভিড-১৯ টিকাকরণ অভিযান শুরু
দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ৯ মে ২০২১ রোববার
করিমগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশক্রমে আজ ভাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলে করোনার টিকাকরণ অভিযান শুরু হয়েছে। আজ সকাল দশটায় কচুয়াধাম ব্লক পি এইচ সির সাব-ডিভিশনাল মেডিকেল এন্ড হেলথ অফিসার ডঃ মিজানুর রহমানের তত্ত্বাবধানে টিকাকরণ অভিযান শুরু হয়। বয়স আঠারো উর্দ্ধোদের এই টিকা দেওয়া হবে। অভিযানের প্রথম দিনই মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। আজ ভাঙ্গা এইচ এস স্কুলে অধ্যক্ষ আছার উদ্দিনের মেয়ে নাজিয়া বেগমকে প্রথম টিকা দিয়ে অভিযান শুরু হয়। প্রতিদিন ১০০ জনকে টিকা দেওয়া হবে বলে জানান কচুয়াধাম ব্লক পি এইচ সির সাব-ডিভিশনাল মেডিকেল অফিসার ডঃ মিজানুর রহমান। যাদের নাম আগে অনলাইনে নথিভুক্ত করা হয়েছে তাদের মধ্যে প্রতিদিন ১০০ জনকে টিকা দেওয়া হবে বলে জানান ডঃ মিজানুর রহমান। আজকের টিকাকরণের প্রথম দিন উপস্থিত ছিলেন ভাঙ্গা এইচ এস স্কুলের অধ্যক্ষ আছার উদ্দিন, স্বাস্থ্যকর্মী ধ্রুবজ্যোতি শইকীয়া, সুলেমান আলী, সঞ্জীব শর্মা, সাহির উদ্দিন, আশাকর্মী রোকিয়া বেগম প্রমূখ।