শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কান্দিগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার কবলে ওভারলোড লরি

দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:১৬ পিএম, ৮ মে ২০২১ শনিবার

শুক্রবার সন্ধ্যায় ইফতারের সময় বদরপুর থানার এলাকার কান্দিগ্রাম সড়ক দুর্ঘটনার কবলে পড়লো একটি ওভারলোডেড নাম্বার বিহীন লাইমস্টোন বোঝাই।

ঘটনা বিবরণে জানা গিয়েছে শুক্রবার বদরপুরের দিকে দ্রুত গতিতে আসা একটি নাম্বার বিহীন লাইমস্টোন বোঝাই ট্রিপার জাতীয় সড়কে উপর নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়কের পাশে থাকা খেতের জমিতে উল্টে যায়। ঘটনা খবর ছড়িয়ে পড়তে আশপাশের এলাকায় মানুষ জড়ো হতেই ট্রিপার চালক গা ঢাকা দেয়। এদিকে

রাত দিন একইভাবে অবৈধ কয়লা ও চুনা পাথরের গাড়িগুলি মাথা উঁচু করে জাতীয় সড়কের উপর দিয়ে যাচ্ছে। এমনিতেই অবৈধ তার উপর ওভারলোড , অনেক সময় দেখা যায় যে রাস্তায় একটু উঁচু নিচু থাকলেই গাড়ি থেকে পাথর রাস্তার উপর গড়িয়ে পড়ছে, যদিও এখন পর্যন্ত কোন অঘটন ঘটেনি তবে কখন কি হয় সেটা বলা মুশকিল, রাস্তার উপর চুনা পাথর পড়ে গিয়ে অন্যান্য গাড়ির চাকায় সেগুলো ভেঙ্গে গিয়ে অনেক সময় সাইকেল ও বাইক নিয়ে যেতে সে সব জায়গায় ব্রেক করতেই স্লিপ করে পড়ে যাচ্ছেন। এই নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে জনগণ প্রায় নিশ্চিত। যে সরকার থাকা কালে নেতাদের নির্দেশে পুলিশ এই সব অবৈধ কয়লা ও চুনা পাথরের গাড়িগুলি যাতায়াতের পথ প্রশস্ত করে দিত। কিন্তু এখন যেহেতু তদারকি সরকার তাই আগের মত জিহুজুর না করে পুলিশের বড় কর্তাদের নির্দেশেই এখন এই সব অবৈধ ব্যবসা চলছে। তাই কোন ধরণের বাধা বিপত্তি নেই তাই দিনে রাতে একই অবস্থা শত শত কয়লা, চুনা পাথর , ও বার্মিজ সিগারেট, বার্মিজ সুপারি সিন্ডিকেট চক্র সক্রিয় ভূমিকা পালন করে আসছে আর পুলিশ তাদের সহযোগিতা করে যাচ্ছে। কারণ ব্যবসায়ীরা সিন্ডিকেটের সাথে যুক্ত ব্যক্তিদের হাতে টাকা দিচ্ছেন আর সেখান থেকে ভাগাাভাগি করে উপর তলা থেকে নিচ তলা পর্যন্ত পেকেট পৌঁছে দেওয়া হয়। তাই এই সব গাড়ি চলাচলে পুলিশের বাধা দানের প্রশ্নই ওঠে না। এভাবেই দিন রাত প্রশাসনের নাকের ডগা দিয়ে অবৈধ কয়লা ও চুনা পাথর বার্মিজ সিগারেট বার্মিজ সুপারি সহ ড্রাগসের না ধরনের ব্যবসা মাথা চড়া দিয়ে উঠছে। এসব দমনের কোন ব্যবস্থা নিচ্ছে না কেউ।