করোনার কারণে স্থগিত বদরপুরের খানকায় জলিলি
দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৫০ পিএম, ৫ মে ২০২১ বুধবার
গত বছরের ন্যায় এবারও করোনার থাবায় আক্রান্ত গোটা দেশ। এজন্য উত্তর পূর্ব এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত্ তামীর কর্তৃক পরিচালিত ২০২১ সনের বদরপুরের খানকায় জলিলি ( আলাকুলিপুর) বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্থগিত করা হয়। উত্তর পূর্ব ভারতের আমীরে শরীয়ত মওলানা ইউসুফ আলী সাহেবের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য উত্তর পূর্ব ভারতের প্রথম আমীরে শরীয়ত মওলানা আব্দুল জলিল চৌধুরী ১৯৫৮ সালে বদরপুর আলাকুলিপুরে খানকা প্রতিষ্ঠা করেন। প্রতি বৎসর রমজান মাসের শেষ দশদিন বদরপুরের আলাকুলিপুর মসজিদে উঃ পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে থেকে এসে ধর্মপ্রাণ মুসলমাগন জমায়েত করেন। খানকায় দশদিনের আধ্যাত্মিক আলোচনা হয়। এবছর খানকার জন্য প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত করোনার কারণে পরিস্থিতি ভয়াবহ হওয়ায় এবছর খানকা স্থগিত করা হয়। এক প্রেস বার্তায় খানকায় জলিলির সম্পাদক
মাওলানা উসামা মবরুর চৌধুরী এ খবর জানিয়েছেন।