ফের ফাটল দেখা দিল পাঁচগ্রাম ৩৭ নং জাতীয় সড়কে
দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ৫ মে ২০২১ বুধবার
ফের ফাটল দেখা দিল ৩৭ নং জাতীয় সড়কে। কয়েক কোটি টাকার প্রকল্প বরাদ্দ হয়ে কাজ সম্পূর্ণ হলেও কাজের কাজ কিছুই হয়নি ।২০০৭ সালের ভগ্নদশা ফের দেখা দেল এখানে। এনিয়ে আতঙ্ক বিরাজ করছে পাঁচগ্ৰাম পেট্রোল পাম্প এলাকায় ।শিলচর করিমগঞ্জ ৩৭ নং জাতীয় সড়কের উপর পাঁচগ্ৰাম পেট্রোল পাম্পের নিকটবর্তী ভাঙ্গন এলাকায় বিরাট আকারের ফাটল দেখা দিয়েছে। গত ২৮ এপ্রিল রাজ্যে ভূমিকম্পের পর এই স্থানে জাতীয় সড়কের উপরের এক পাশে ফাটল দেখা দেয়। ধীরে ধীরে এই ফাটলের অবস্থা ভয়াবহ হতে চলেছে। জাতীয় সড়কের উপর দিয়ে প্রায় ২৪ ঘন্টা ভারি যানবাহনের চলাচল করে। গুয়াহাটি মিজোরাম মনিপুর থেকে মালবাহী লরি গুলো এই জাতীয় সড়কের উপর দিয়েই যাতায়াত করে থাকে।যেকোনো মুহুর্তে এই ফাটল অংশটি তলিয়ে যেতে পারে বরাক নদীর জলে। কারণ বরাক নদীর তীরে ই জাতীয় সড়কটি অবস্থিত। স্থানীয় জনগণ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন অতিসত্বর এই নদী ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা করে জাতীয় সড়ককে ঠিকিয়ে রাখার জন্য। উল্লেখ্য, ২০০৭ সালে জাতীয় সড়কের এই অংশটি সম্পূর্ণ তলিয়ে যায় বরাক নদীতে। এরফলে একসময় যাতায়াত বিচ্ছিন্ন হয়ে যায়। তৎকালীন কংগ্রেস সরকারের আমলে কোটি কোটি টাকার বরাদ্দ হয়ে কাজ হলেও স্থায়ীভাবে কাজ হয়নি। যার দরুন ফের এখানে দেখা দিয়েছে ফাটল।