সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বদরপুর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু নৃত্য শিল্পী নয়নের !

দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ৫ মে ২০২১ বুধবার

বদরপুরে  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক জন মারা গেলেন  আজ । এদিকে বদরপুরে ক্রমশই হু হু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।  পাল্লা দিয়ে ও বদরপুর বাড়ছে মৃত্যুর সংখ্যা। এদিকে  করোনা  আক্রান্ত হয়ে মারা গেলেন বদরপুর নৃত্যশ্রী অ্যাকাডেমির কর্ণধার ও বদরপুর ঝরনা কলোনীর বাসিন্দা নৃত্য শিল্পী নয়ন দাস। সূত্রে জানা গিয়েছে গত ২৫ তারিক  চিকিৎসার  জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে যান, নিয়ম অনুযায়ী সোয়াব অর্থাৎ লালারস সংগ্রহ করা হয়,।পরে উনার রিপোর্ট পজিটিভ আশে ।নিয়ে যাওয়া হয় কভিড-১৯ ওয়ার্ডে।   মৃত্যুকা‌লে  অসংখ্য গুনমুগ্ধদের রেখে গেছেন। সঙ্গে তার মৃত্যুর খবর বদরপুর এলাকায় ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। বুধবার রাতে। প্রসাশনের তত্বাবধানে সম্পূর্ণ কোভিদ প্রটোকল মেনে সীমিত পরিসরে নিকটাত্মীয়ের উপস্থিতিতে বদরপুর রেল স্টেশন সংলগ্ন শ্মশানঘা‌টে প্রয়াত নয়নের শেষ কায্য সম্পূর্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন বদরপুর থানার ওসি বিপিন বরা ।