সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জুন মালিয়ার সমর্থনে পথসভা আয়োজনে তৃণমূল শিক্ষক সমিতি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:১১ পিএম, ২২ মার্চ ২০২১ সোমবার

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম পর্বের নির্বাচনে লোকসভা ভোটে পিছিয়ে পড়া মেদিনীপুর বিধানসভায় কমলায় আজ পথসভার আয়োজন করলো তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতি ও কমলা বুথ কমিটি। শিক্ষক সমিতির সভাপতি তন্ময় সিংহ  সহ আজকের সভায় শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ী,  বাঁকিবাঁধ অঞ্চলের তৃণমূল সভাপতি লক্ষীকান্ত ভুইয়া, প্রধান কৌশিক দোলই সহ,আনসার আলি খান,দীপঙ্কর দত্ত, মৃনাল কোয়াড়ী, রতন মান্ডি, লক্ষীকান্ত দোলই প্রমুখেরা উপস্থিত ছিলেন। তন্ময় বাবু তার বক্তব্যে মমতা ব্যানার্জী কে তৃতীয় বারের জন্য নির্বাচিত করার আহ্বান জানান ও করোনা মহামারীর সময়ে রাজ্য সরকারের সাধারণ মানুষের পাশে থাকার কথা মনে করিয়ে দেন। এই অঞ্চলের প্রধান ও শিক্ষক কৌশিক দোলই ও ডাবল ইঞ্জিন সরকার গুলোর ব্যার্থতা তুলে ধরেন। মিনু কোয়াড়ী মহিলাদের জন্য মমতা ব্যানার্জীর প্রকল্প গুলি তুলে ধরেন। আনসার আলি স্বাস্থ্য সাথী চালু রাখতে ও লক্ষীকান্ত ভুইয়া শান্তি ও উন্নয়ন বজায় রাখতে মেদিনীপুর বিধানসভায় জুন মালিয়া কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান