রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নারী দিবসে এআইএমএসএসের মিটিং-মিছিল

দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০১:০৪ পিএম, ৯ মার্চ ২০২১ মঙ্গলবার

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের (এআইএমএসএস) উদ্যোগে  গতকাল ৮ মার্চ শিলচরে অনুষ্ঠিত হয় মিছিল ও সমাবেশ। মধ্য শহর সাংস্কৃতিক সংস্থার হলে দুপুর ১২ টায় রেখা ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষিকা গৌরী দত্ত বিশ্বাস, বিশিষ্ট লেখিকা স্বপ্না ভট্টাচার্য ও অধ্যাপিকা স্মৃতি পাল। বক্তারা একবিংশ শতাব্দীতে মহিলাদের উপর সংগঠিত পাশবিক নির্যাতনের বিভিন্ন ঘটনার উল্লেখ করে বক্তব্য রাখেন। তারা বলেন, প্রযুক্তির ক্ষেত্রে মানুষ আধুনিকতার শীর্ষে পৌঁছালেও চিন্তার ক্ষেত্রে এখনও সমাজে মধ্যযুগীয় ধ্যান ধারণার প্রভাব যথেষ্ঠ৷ তাই পুরুষতান্ত্রিক সমাজের ধ্যান ধারণার বলি হচ্ছে মেয়েরা। তারা এও বলেন, বর্তমান পুঁজিবাদী সমাজে মেয়েদের পণ্য হিসেবে তুলে ধরা হয়েছে। যার ফলে মেয়েরা দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে পাচার হয়ে যাচ্ছে। পাশাপাশি প্রচার মাধ্যমের কুরুচিকর প্রচারে নারী নির্যাতন, ধর্ষণ ইত্যাদির ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সংগঠনের কাছাড় জেলা কমিটির সম্পাদিকা দুলালী গাঙ্গুলী আলোচনা সভার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, সরকার মুখে বেটি বাঁচাও, বেটি পড়াও এর কথা বললেও বাস্তবে ঠিক উল্টোটা ঘটছে। শিশু থেকে বৃদ্ধারাও আজ পাশবিক লালসার শিকার হচ্ছেে৷ দেশে এখনো বাল্য বিবাহের মতো কুপ্রথা চলছে৷ কিন্তু সরকার নির্বিকার। তিনি এও বলেন, বরাক উপত্যকায় মহিলারা সামাজিক বৈষম্যের শিকারের পাশাপাশি অর্থনৈতিক সঙ্কটেরও শিকার। বরাক উপত্যকার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান কাছাড় কাগজ কল বন্ধ হওয়ার ফলে হাজার হাজার পরিবারে অর্থনৈতিক সঙ্কট নেমে এসেছে৷ এর সরাসরি প্রভাব পড়েছে মহিলাদের উপর। এ ছাড়াও বরাক উপত্যকার বেহাল স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের প্রশ্নে সরকারের চরম উদাসীনতা আজ জনগণের, বিশেষ করে মহিলাদের জীবনে চরম বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের পক্ষে বাইরে গিয়ে চিকিৎসা করানো সম্ভব হয় না। সরকারি মদতে মদ, ড্রাগস ইত্যাদির প্রসার মহিলাদের জীবনে চরম অশান্তি নামিয়ে এনেছে। মহিলাদের উপর সংগঠিত এই ঘটনার প্রতিবাদ সাব্যস্ত করার মাধ্যমেই মহিলা দিবস পালনের যথার্থতা বলে তিনি মত প্রকাশ করেন। এছাড়াও এদিন একটি মিছিল মধ্য শহর সাংস্কৃতিক হল থেকে বেরিয়ে সেন্ট্রাল রোড, প্রেমতলা, শিলংপট্টি হয়ে সভাস্থলে পৌঁছায়।