বাঁকুড়ার ইন্দাসের শাশপুর স্টেশনে শুরু হলো বাবা সত্য পীরের মেলা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:৫১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
সৈয়দ মফিজুল হোদা,বাঁকুড়াঃ হিন্দু-মুসলিম ঐক্য বাংলার প্রাচীন ঐতিহ্য । হিন্দু-মুসলিম যৌথ উদ্যোগে ইন্দাস ব্লকের শাশপুর স্টেশনে শুরু হলো বাবা সত্য পীরের মেলা । শাশপুর স্টেশন বাজার কমিটির উদ্যোগে এই 1989 সালে প্রথম এই মেলার শুভারম্ভ হয় । হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষেরা একসঙ্গে মিলিতভাবে এই মেলা শুভ সূচনা করেন এবং তখন থেকে সৌভ্রাতৃত্ব পূর্ণ সম্পর্ক বজায় রেখে আজও যথাযথ মর্যাদায় সহিত মেলা অনুষ্ঠিত হয়ে আসছে । সোমবার এ বছরের মেলার শুভ উদ্বোধন করেন ইন্দাস থানার ওসি আবদুস সামাদ আনসারী । যখন জাতপাত নিয়ে রাজ্য রাজনীতি সরগরম কেউ কেউ বাংলার মাটিতে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে তখন বাবা সত্য পীরের মেলা সৌভ্রাতৃত্বের বার্তা বহন করে চলেছে ।
মেলাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে কয়েকদিন ধরে উচ্ছ্বাস উন্মাদনা থাকে চোখে পড়ার মতো । শুধুমাত্র ইন্দাস ব্লক নয় আশেপাশের বেশ কয়েকটি ব্লকের সাধারণ মানুষরা মেলায় আসেন । মেলায় আগত দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য মেলা উদ্যোক্তাদের তরফে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
আজকের অনুষ্ঠান উপস্থিত ছিলেন ইন্দাস থানার ওসি আবদুস সামাদ আনসারী ,মেলা কমিটির সেক্রেটারী - অমিত দে , সভাপতি- সুশীল বাগদি, বাবিন রায়, সেখ মনিরুল ইসলাম বাদল, বাসু ঘোষ , ইসমাইল মন্ডল , সৈয়দ মুন্না আরও অন্যান্য ব্যক্তিবর্গরা