নিয়োগে বঞ্চনা: ডিইইও অফিসে বিডিএসএফের অভিযান
দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৫২ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
প্রাথমিক শিক্ষা বিভাগে বরাকের কর্মপ্রার্থীরা বঞ্চিত হচ্ছেন কিনা তার খোঁজ নিতে কাছাড় ডিস্ট্রিক্ট এলিমেন্টারি অফিসে অভিযান চালাল বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্ট।
সোমবার বিডিএফ যুবশাখার সদস্যরা সম্মিলিত ভাবে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক সুমিত্রা দেবের সঙ্গে দেখা করে প্রাথমিক শিক্ষা বিভাগে চাকরির ব্যাপারে বিশদে আলোচনা করেন। তাদের প্রশ্নের উত্তরে আধিকারিক জানান, বরাকের ১৬১টি স্কুলের মধ্যে এখন অবধি ১৩১টির প্রাদেশিকরণ হয়েছে। যুব শাখার আহ্বায়ক ইকবাল নাসিম চৌধুরী অভিযোগ করেন, বরাকের বিভিন্ন স্কুলে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে প্রার্থী নিয়োগ করা হচ্ছে ৷ তাঁরা বাংলা ভাষায় সড়গড় নন। এতে ছাত্রছাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তিনি আরও বলেন, এইসব প্রার্থীরা কিছুদিন বরাকে থেকে ট্রান্সফার নিয়ে আবার তাদের নিজ নিজ জায়গায় চলে যান৷ এভাবে শিক্ষাদান প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। জেলা আধিকারিক জানান, পুরো নিয়োগ প্রক্রিয়া উর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে এবং তাঁদের এই ব্যাপারে কিছু করার নেই।বিডিএফ ইউথ ফ্রন্টের অপর আহ্বায়ক অমিত চৌধুরীর এক প্রশ্নের উত্তরে এদিন জেলা শিক্ষা আধিকারিক সুমিত্রা দেব জানান যে নিম্ন ও উচ্চ প্রাথমিক বিভাগ মিলিয়ে কাছাড় জেলায় শূন্যপদ ছিল ১৪৪৬টি। শেষ টেট উত্তীর্ণদের দিয়ে পূরণ করা হয়েছে ৪৪৪টি পদ।
পরে বাইরে এসে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইকবাল নাসিম চৌধুরী ও কাছাড় জেলা কমিটির আহ্বায়ক সুমিত নাথচৌধুরী বলেন, সরকারের প্রতিশ্রুতি ও ছাত্রছাত্রীদের অসুবিধার পরিপ্রেক্ষিতে বরাকের শিক্ষা বিভাগের সমস্ত পদ স্থানীয় প্রার্থীদের দিয়ে পূরণ করতে হবে। অসমিয়া বা অন্য ভাষাগোষ্ঠীর প্রার্থীদের এখানে নিয়োগ করা চলবে না। তাঁরা আরও বলেন, জেলা শিক্ষা আধিকারিকের তথ্য অনুযায়ী শুধু কাছাড় জেলায় বর্তমানে ১০০০ শূন্য পদ রয়েছে। বরাকের অন্য দুই জেলায়ও একই অবস্থা। অবিলম্বে এইসব শূন্য পদে স্থানীয় প্রার্থীদের নিযুক্তি দিতে হবে বলে দাবি জানান তারা।অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় , আহ্বায়ক হৃষীকেশ দে , জয়দীপ ভট্টাচার্য প্রমুখ।