বাগ দেবীর পূজোর উদ্বোধনে মন্ত্রী সৌমেন মহাপাত্র
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:০৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
শ্রীকৃষ্ণ মাইতি, তমলুক : কথায় বলে, ‘বাঙালীর বারো মাসে তেরো পার্বণ’। সেই সব পার্বণের মধ্যেই একটি প্রাচীন ও অতি পরিচিত ঐতিহ্যমণ্ডিত পূজা হল বিদ্যার দেবী সরস্বতীর পূজা। মাঘ মাসে শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতী মায়ের পূজা করা হয়।
সোমবার তমলুকের কালার্স ক্লাবের পূজো মন্ডপ উদ্বোধন করেন পঃবঃ সরকারের জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সৌমেন মহাপাত্র। আজকের এই অনুষ্ঠান প্রদীপ পজ্জলনের মাধ্যমে শুভ সূচনা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাম্রলিপি পৌরসভার প্রশাসক দীপেন্দ্র নারায়ণ রায়, পার্থ সারথি মাইতি, চঞ্চল খাড়া প্রমুখ। সৌমেন বাবু বলেন, আমরা বৃহত্তম গনতন্ত্র দেশে বসবাস করি।
এই গনতন্ত্রের ভাবকাশে এমন দুর্ভিক্ষ দিন না আসে, যেখানে দেব দেবী, আল্লা, রাম-রহিম এদের পৃথকীকরণ হয়। তিনি আরও বলেন, বাংলায় সম্প্রতি রক্ষার্থে সবাইকে এগিয়ে আসার বার্তা দেন।