রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যান্সারের জ্বালা সহ্য করতে না পেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী কৃষক

হক জাফর ইমাম, মালদা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৩৫ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

ক্যান্সারের জ্বালা সহ্য করতে না পেরে জমিতে দেওয়া কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন  এক কৃষক। মৃত কৃষকের নাম বাবলু সাহা বয়স ৪৮ বছর। বাড়ি মালদা জেলার বামন গোলা থানার তেলিপাড়া এলাকায়। পরিবারে রয়েছে স্ত্রী মাধুরী সাহা তিন  ছেলে ও এক মেয়ে। পরিবার সূত্রে জানা যায় বাবলু সাহা ছিলেন একমাত্র রোজগারের ভরসা। বিগত দুই বছর ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত। বহুবার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে কলকাতা সহ অন্যান্য জায়গায়। কিন্তু কোন কিছুতেই কোন লাভ হয়নি। তাই এই জ্বালা সহ্য করতে না পেরে মঙ্গলবার জমিতে দেওয়া কীটনাশক খেয়ে নেয়। পরিবারের পক্ষ থেকে সাথে সাথে নিয়ে যাওয়া হয় স্থানীয় মুদিপুকুর গ্রামীণ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে স্থানান্তর করে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার ভোররাতে মৃত্যু হয় ওই কৃষকের। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত্যুর পর শোকের ছায়া নেমে এসেছে মৃত কৃষকের পরিবার সহ গোটা গ্রামে।