ঢাকায় আসছেন মনীষা কৈরালা
বিনোদন ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৭:০৯ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার
জরায়ুর ক্যান্সার জয়ের নেপথ্য ঘটনা বলতে ঢাকায় আসছেন বলিউড তারকা মনীষা কৈরালা।ঢাকা লিট ফেস্টে অংশ নিয়ে তিনি শোনাবেন তার জীবনের গল্প।সেই সাথে তার লেখা প্রথম গ্রন্থ ও জীবন নিয়ে দুই ঘণ্টার একটি বিশেষ সেশনেও অংশ নেবেন তিনি।
বাংলা একাডেমির আবদুল করি সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত এ উৎসবে মনীষা অংশ নেবেন নিজের জীবনের গল্প বলার জন্য। তিনি তার অভিনয় জীবন ছাড়াও ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকার এক মানবিক গল্প তুলে ধরবেন। যেখানে জরায়ু ক্যান্সারের মতো মরণব্যাধীকে জয় করে বিশ্বের সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছিলেন মনিষা। এছাড়াও মনীষা কৈরালা তার জীবনের প্রথম গ্রন্থ ‘দ্য বুক অব আনটোল্ড স্টোরিজ’ প্রকাশ করবেন।
বলিউডে মনীষা কৈরালার আগমন ‘সওদাগর’ চলিচ্চিত্রের মাধ্যমে। প্রথম চলচ্চিত্রে বাজিমাত করে তিনি ‘ক্রিমিনাল’, ‘ইন্ডিয়ান’, ‘দিল সে’, ‘মহারাজা’, ‘কাতুর্স’, ‘চ্যাম্পিয়ন’, ‘লজ্জা’, ‘কোম্পানী’, ‘সানজু’সহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরপর বিয়ে, ঘরকন্যা, বিয়ে বিচ্ছেদ এবং ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় পদার্র আড়ালে ছিলেন।মনীষাকে ২০১৬ সালে শেষবার দেখা যায় একটি তামিল চলচ্চিত্রে। বলিউডে তার শেষ মনে রাখার মতো চলচ্চিত্র ‘ভুতনাথ রিটানর্স’। ২০১২ সালে মুক্তি পায় এটি।