আসামের দুটি কাগজ কল খোলার সম্ভাবনা কম, ইঙ্গিত সাংসদ রাজদীপের
দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৩:০০ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রোববার
অসমের রাষ্ট্রায়ত্ত কাগজ কল দুটি খোলার সম্ভাবনা নেই বললেই চলে। শুক্রবার এমনই ইঙ্গিত দিলেন শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায়। শিলচরে বিজেপি দফতরে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এখন পেপারলেস কাজকর্মের একটা ভাবনা চলছে। ইকো-সিস্টেম নিয়েও ভাবতে হচ্ছে। গ্রিন ট্রাইব্যুনালের নানা রায়ের কথা মাথায় রাখতে হচ্ছে।তবে কি কাগজ কল খুলবে না? শাসক দলের সাংসদ আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। বলেন, কাগজ কলের বেলায় দুইয়ে দুইয়ে চার, এত সহজ অঙ্ক ভাবলে হবে না। পাশাপাশি অবশ্য দাবি করেন, হিন্দুস্তান পেপার করপোরেশনের মিলগুলি খোলানোর চেষ্টা চলছে। সর্বানন্দ সোনোয়াল ও হিমন্ত বিশ্ব শর্মা কিছুদিন আগেও কেন্দ্রের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। কিন্তু ঘাটতিটা যে বিশাল, 2600 কোটি টাকা। তাই সময় লাগছে। এত টাকার ঘাটতি কাঁধে নিয়ে মিল কিনতে চাইছেন না।
কাছাড় জেলা বিজেপির প্রভারি বিশ্বরূপ ভট্টাচার্য এ দিনও মিলের দুরবস্থার জন্য একাংশ অফিসার-কর্মচারীদের দায়ী করেন। দোষারোপ করেন তথনকার কংগ্রেস নেতাদেরও। তাঁর মন্তব্য, এখন যারা মিল নিয়ে কান্নাকাটি করছেন, তাদের এ নিয়ে কথা বলার কোনও নৈতিক অধিকার নেই। তিনি নিজে একজন ডিলার হিসেবে দেখেছেন, মিলটিকে লুটেপুটে খেয়ে শেষ করা হয়েছে। কিন্তু ওইসব দোষীদের কি চিহ্নিত করা গিয়েছে? কারও কি শাস্তি হয়েছে? গলায় আমতা আমতা ভাব রাজদীপ-বিশ্বরূপের। মোদি জমানার ছয় বছর পেরনোর পরও জানালেন, তদন্ত চলছে। শেষ হলেই সব সামনে চলে আসবে। প্রাক্তন পুর সদস্য অভ্রজিত চক্রবর্তীও এ দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।