কৃষকদের স্বনির্ভর করতে শস্য আলোচনাচক্র
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:২২ পিএম, ২৮ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
কৃষকদের স্বনির্ভর করতে একটি শস্য আলোচনা চক্র অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু'নম্বর ব্লকের এরেন্দা এলাকায়। নবদীশা ফার্মার্স প্রডিওসার কোম্পানি লিমিটেড এর চারটি ইউনিটের উদ্বোধন উপলক্ষে ও ইফকো সংস্থার উদ্যোগে আজকের এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আজ বিকেল তিনটা নাগাদ অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিবর্গগন রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান ও ফিতে কেটে ঐ সংস্থার শুভ উদ্বোধন করেন। আজকের এই আলোচনা সভায় প্রায় কয়েকশো কৃষক অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞানি ড. কে.কে গোস্বামী, ডাইরেক্টর অফ কো - অপারেটিভ গোলকেশনন্দ গোস্বামী, ইফকো সংস্থার পূর্ব মেদিনীপুর জেলা অধিকারীক সুমন দাস, সংস্থার চ্যায়েরম্যান নির্মলেন্দু ভাগ। সংস্থার চেয়ারম্যান জানায় কৃষকলছর আয় যাতে দ্বিগুণ হতে পারে তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইফকো সংস্থার জেলা আধিকারিক সুমন দাস জানায় কৃষকরা যাতে সঠিক পদ্ধতিতে চাষ করে মাটির উর্বরতা বজায় রেখে পরিবেশ দূষণ রোধ করে অধিক অর্থ উপার্জন করতে পারে এটাই আমাদের মূল উদ্দেশ্য।