বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রজাতন্ত্র দিবসে ধরনায় বসছেন কাগজ কল কর্মীরা

দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ২২ জানুয়ারি ২০২১ শুক্রবার

কাগজ কল বন্ধ থাকায় ৪৮ মাস ধরে কর্মচারীদের বেতন নেই৷ ফলে বিনা চিকিৎসায় একের পর এক কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের  অকালপ্রয়াণ ঘটছে৷ গত  চার বছরে ৮০ জনের মৃত্যু হয়েছে৷ এ ভাবে মিলের কর্মচারীদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার প্রতিবাদে আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ধরনায় বসছে জয়েন্ট অ্যাকশন কমিটি অব রিকগনাইজড ইউনিয়নস৷ বেলা ১১টায় শিলচরে শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে তিনঘণ্টার জন্য ধরনা দেবেন তাঁরা৷

এর আগের দিন, ২৫ জানুয়ারি বিকাল ৪টায় প্রয়াত মিলকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহরে মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছে৷ মিছিল শুরু হবে ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে, জানিয়েছেন কমিটির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী৷