বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইন্টারনেট অব থিংস: জিসি কলেজে কর্মশালা

দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ২১ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

বুধবার গুরুচরণ কলেজের কনফারেন্স হলে জাতীয় বৈদ্যুতিন এবং সূচনা প্রযুক্তি সংস্থা (নেলিট)-এর শিলচর শাখা,  গুরুচরণ কলেজের কম্প্যুটার সায়েন্স বিভাগ এবং কলেজের কেরিয়ার গাইডেন্স সেলের যৌথ ব্যবস্থাপনায় ই্টারনেট অব থিংস (আইওটি) বিষয়ক একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ছিল উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. বিভা্স দেব। স্বাগত ভাষণ দেন কলেজের কেরিয়ার গাইডেন্স সেলের সমন্বয়ক ড. অপ্রতীম নাগ। প্রাসঙ্গিক বক্তৃতা প্রদান করেন অধ্যক্ষ ড. বিভাস দেব, উপাধ্যক্ষ মিহির রঞ্জন নাথ ও অভ্যন্তরিণ উতকর্ষ বিধান সমিতির সমন্বয়ক ড. রাজশ্রী পাল।দ্বিতীয় পর্বে ইন্টারনেট অব থিংস (আইওটি)  বিষয়ক কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে বক্তৃতা করেন জাতীয় বৈদ্যুতিন এবং সূচনা প্রযুক্তি সংস্থার শিলচর শাখার সিনিয়র টেকনিক্যাল অফিসার শমিক গুপ্ত এবং সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আশিস দে।