সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

২০ জানুয়ারি থেকে বাকসের মিডিয়া ক্রিকেট ফেস্ট,উদ্বোধনী ম্যাচ

দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ১৮ জানুয়ারি ২০২১ সোমবার

আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বাকস) আয়ােজিত যুক্ত মিডিয়া ক্রিকেট ফেস্ট ২০২১। রবিবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট প্যাভিলিয়নে আয়ােজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটা জানিয়েদিলেন বাকসের কর্মকর্তারা। এবারও টুর্নামেন্টের মূল স্পনসর হিসেবে এগিয়ে এসেছে যুক্ত। সবমিলিয়ে এই ক্রিকেট উৎসবের জন্য কাউন্টডাউন শুরু হয়ে গেল। করােনা কালে প্রত্যেক মিডিয়া কর্মীই এবার মাঠে নামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।ইতিমধ্যেই লটারির মাধ্যমে কাছাড়ের চারটি দল গঠন সম্পূর্ণ হয়েছে। আর চারটি দলই আদা জল খেয়ে মাঠে প্রস্তুতিতে নেমে পড়েছে। সকাল-বিকেল রােজই সতীন্দ্রমােহন দেব স্টেডিয়ামে প্র্যাকটিস করছে দলগুলি। প্রতিযােগিতাকে ঘিরে সংবাদকর্মীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। টুর্নামেন্টের বাকি দল দুটি করিমগঞ্জ ও হাইলাকন্দির। এদিন লটারির মাধ্যমে গ্রুপ বিন্যাসও হয়ে যায়। সেইসঙ্গে তৈরি হয়ে যায় সূচীও। সেই অনুসারে গ্রুপ এ-তে রয়েছে দেবাশিস সােম নেতৃত্বাধীন ইয়াসি খবর হিরােজ, সঞ্জীব সিং নেতৃত্বাধীন ভ্যালি স্ট্রং নিউজ রকার্স এবং প্রেস ক্লাব করিমগঞ্জ স্ট্রাইকার্স। গ্রুপ বি-তে রয়েছে অনিরুদ্ধ লস্কর নেতৃত্বধীন এন সি ওয়াই এস প্রেস ফাইটার্স, অমলাভ দাশ নেতৃত্বাধীন আরণ্যক ভেলি মিডিয়া প্যান্থার্স এবং হাইলাকান্দি মিডিয়া চ্যালেঞ্জার্স। দুটি গ্রুপের সেরা দুটি দল সেমিফাইনালের ছাড়পত্র আদায় করবে। টুর্নামেন্টে প্রতিদিন খেলা হবে দুটি করে ম্যাচ। প্রথম ম্যাচ শুরু হবে সকাল নটায়। আর দ্বিতীয়টা বেলা বারােটায়।

প্রতিযােগিতার উদ্বোধনী ম্যাচে এন সি ওয়াই এস খেলবে আরণ্যক ভেলির বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে ইয়াসি খবর হিরােজ খেলবে করিমগঞ্জের বিরুদ্ধে। টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা হবে ২৩ জানুয়ারি। মেগা ফাইনাল ২৪ জানুয়ারি।

গত কয়েকবছরের ন্যায় এবারও মােট চারটি ব্র্যাকেট থেকে লটারির মাধ্যমে কাছাড়ের চারটি দল বাছাই করেছে বাকস। মােট ৫৬জন খেলােয়াড়কে চারটি দলে ভাগ করে দেওয়া হয়েছে। এজন্য এ ব্র্যাকেটে ২০জন এবং বি ও সি ব্র্যাকেটে ১৬জন করে খেলােয়াড়দের একটা লিস্ট করা হয়েছিল। এরসঙ্গে ছিল চারজন উইকেটকিপারের একটা ব্র্যাকেটও। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম ক্যাপ্টেন্স ব্ল্যাকেট করা হয়েছিল। এতে স্থান পেয়েছিলেন মােট ছয় জন। সেখান থেকে চারটি দলের চারজন অধিনায়ক বেছে নিয়েছেন দলের স্পনসররা।

করােনা কালে টুর্নামেন্টের আয়ােজনে বেশ কিছু কাটছাঁট করেছেন আয়ােজকরা। তবে সেটা মাঠের বাইরে। প্রতিযােগিতার উদ্বোধনী অনুষ্ঠান সহ আরও কিছু ক্ষেত্রে কাটছাঁট করা হলেও মূল আসর একই থাকছে। বরাক উপত্যকার একশােরও বেশি সংবাদকর্মী এই মিডিয়া ক্রিকেট ফেস্টে অংশ নেবেন। এবার যুগ্মভাবে টুর্নামেন্টের কনভেনারের দায়িত্বে রয়েছেন রবি হাজাম ও বেদব্রত ব্যানার্জি। টুর্নামেন্টের জন্য একটা মেডিক্যাল টিমেরও ব্যবস্থা করেছে বাকস। সবমিলিয়ে সরকারিভাবে দিনক্ষণ ঘােষণার সঙ্গেই এবার অপেক্ষা শুরু হয়ে গেল মিডিয়া ফেস্টের।