ঢাকা লিট ফেস্টে ‘মান্টো’
বিনোদন প্রতিবেদক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার
ঢাকা লিট ফেস্টের উদ্বোধন হবে নন্দিতা দাস নির্মিত চলচ্চিত্র ‘মান্টে’র প্রিমিয়ার দিয়ে। আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৪টা ১৫ মিনিটে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এই চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী হবে। ঢাকা লিট ফেস্টের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
শুধু ‘মান্টো’র প্রিমিয়ার নয়,নন্দিতা দাশ তার অভিজ্ঞতা তুলে ধরবেন উৎসবে।নারী অধিকার, অভিনয় জীবন ও বহুল আলোচিত হ্যাশট্যাগ মি টু আন্দোলন নিয়ে উৎসবের এবারের আসরে কথা বলবেন অ্যাক্টিভিস্ট ও অভিনেত্রী নন্দিতা দাস।‘মান্টে’ চলচ্চিত্রটি নন্দিতা দাসের স্বপ্নের বাস্তবায়ন। তিনি চ্যালেন্স এবং কঠিন অধ্যাবসায় নিয়ে এটি নির্মাণ করেন।সঙ্গত কারণেই তার রয়েছে এই নির্মাণের পেছনে রয়েছে অভিজ্ঞতার বিশাল ঝুলি।
পাকিস্তানি লেখক সাদাত মান্টোর জীবনী নিয়ে ভারতে নির্মিত হয় চলচ্চিত্র ‘মান্টো’। ১৯৪৬ থেকে ১৯৫০ সাল পর্যন্ত মান্টোর জীবনের ঘটে যাওয়া সময়কালকে তুলে ধরা হয় এই চলচ্চিত্রে।মূলত এই সময়টাই মান্টো জীবনের অতি গুরুত্বপূর্ণ সময়। লেখকের ছোটগল্প ‘দশ রুপিয়া’ দিয়ে শুরু করে ‘টোবাটেক সিং’ দিয়ে শেষ হয় চলচ্চিত্রে কাহিনি। এরমধ্যে মুম্বাই থেকে বিচ্ছিন্ন হয়ে লেখকের অগোছালো দিন-রাত, তার বদলে যাওয়া, স্মৃতিকাতরতার যন্ত্রণা অতি সাবধানে পর্দায় তুলে ধরেছেন নন্দিতা দাস।
চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী,মান্টোর স্ত্রী চরিত্রে রসিকা দুগাল, অভিনেতা শ্যাম চাড্ডার চরিত্রে তাহির ভাসিন ও লেখক ইসমত চুগতাইয়ের চরিত্রে অভিনয় করেছেন রাজশ্রী দেশপান্ডে।চলতি বছর মে মাসে কান চলচ্চিত্র উৎসবে ‘মান্টো’র উদ্বোধনী প্রদর্শনী হয়। সে সময়ই নির্মাতা নন্দিতা দাস এক সাক্ষাৎকারে বলেছিলেন, এ চলচ্চিত্র নিয়ে তিনি বাংলাদেশে আসবেন।
উল্লেখ্য,‘মান্টো’র আগে স্বল্পদৈর্ঘ্যের ‘ডিফেন্স অব ফ্রিডম’ নামের আরেকটি চলচ্চিত্র তৈরি করেন নন্দিতা দাস।