শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুবদিবসে রাজপথে মাস্টারদের প্রতিবাদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:২৩ পিএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

১২ জানুয়ারি,আসানসোলঃ সমাজের মেরুদণ্ড গড়ার কারিগর শিক্ষক,সেই শিক্ষকের অনৈতিক অপসারনে ক্ষুদ্ধ শিক্ষক  সমাজ প্রতিবাদ জানাতে ডাক দেয় মৌন মিছিলের স্বামী বিবেকানন্দের জন্মদিন। "বিশ্ব যুব দিবস" এ আসানসোলের রাজপথ প্রতিবাদমুখর হয়ে ওঠে তরুন ফায়ারব্র্যান্ড যুবনেতা অশোক রুদ্রের আসানসোল পৌরনিগমের প্রশাসকপদ থেকে অপসারণের প্রতিবাদে। মাধ্যমিক শিক্ষক সমিতির রাজীব মুখার্জী ও প্রাথমিক শিক্ষক সমিতির হিমাদ্রি শেখর পাত্রের নেতৃত্বে প্রায় শতাধিক শিক্ষক শিক্ষিকাদের  মিছিল অতিক্রম করে বার্নপুর রাজপথে। এখানে উল্লেখ্য তিন মাস দায়িত্ব পেয়ে মানুষের পাশে থেকে প্রশাসক হিসাবে কাজ করার জন্য জনপ্রিয়তা পেয়েছিলেন তৃনমুল কংগ্রেসের কোর কমিটির সদস্য অশোক রুদ্র।তৃনমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্র কে হঠাৎই নতুন প্রশাসকমন্ডলী থেকে বাদ দেওয়া হয় কলকাতা ও পূর্ব বর্ধমানের সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত নেতাদের কারসাজিতে। মিছিলে শিক্ষক সমাজ এই অনৈতিক অপসারনের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ও করোনা মহামারীর সময়ে মমতা ব্যানার্জীর ডাকে সাড়া দিয়ে সংগঠনের তরফে মানবিক কাজ অশোক রুদ্রের নেতৃত্বে মনে করিয়ে দেয়। এই অপসারনে শিল্প অঞ্চলের বিরোধী দল বিজেপি তৃনমুল দলের মিনি পাকিস্তানের ঘটকের কারসাজিকেই  গোষ্ঠী দ্বন্দ্বের পাশাপাশি দায়ী করেছেন।