প্রয়াত মুখ্যমন্ত্রীর চিতাভস্ম বরাক নদীতে বিসর্জন করল পুত্র গৌরব
আবুল সাহিদ , শিলচর আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৫৩ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার
বৃহস্পতিবার সকালে হাইলাকান্দিতে শান্তি যাত্রা শেষে আসাম রাজ্যের কাছাড় জেলার সিদ্বেশ্বর শিব মন্দিরে পূজা অর্চনা শেষে প্রয়াত আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈইর চিতাভস্ম বরাক নদীতে বিসর্জন করেছেন সাংসদ পুত্র গৌরব গগৈ। প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ বলেন, তরুণ গগৈয়ের মৃত্যু আমার জন্য ব্যক্তিগত ক্ষতি।' তরুণ গগৈ শুধুমাত্র অসমের একজন নেতা ছিলেন বলে আমি মনে করি না। তিনি ছিলেন দুর্দান্ত মুখ্যমন্ত্রী ও একজন জাতীয় নেতা।' বদরপুরের বিধায়ক জামাল উদ্দিন জানান, (তরুণ গগৈ) অসমের মানুষজনকে একসূত্রে বেঁধে রেখে আমাদের অনুপ্রাণিত করেছেন। অসমে শান্তি এনেছিলেন।' শিলচরের প্রাক্তন সংসদ সুস্মিতা দেব বলেন,অসমের জন্য তরুণ গগৈ যে অবদান রেখে গিয়েছেন, তা ভোলার নয়। পুরনো স্মৃতিচারণ করে তিনি বলেন, 'তরুণ গগৈয়ের সঙ্গে আমি ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েছি। উনি ছিলেন আমার কাছে একজন শিক্ষক। । অসম কী, অসমের মানুষজন কেমন, সে সম্পর্কে উনি আমাকে বুঝিয়েছেন। তাই বর্ষীয়ান কংগ্রেস নেতার মৃত্যু তাদের কাছে ব্যক্তিগত ক্ষতি।উল্লেখ ২৩ নভেম্বর গুয়াহাটিতে মারা যান বরিষ্ঠ কংগ্রেস নেতা তথা তিনবারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যের প্রত্যেকটি জেলায় তার চিতাভস্ম বিসর্জন করা হবে। রাজ্যের অন্যান্য জেলার সংখ্যা যোগ রেখে বরাক উপত্যকার তিন জেলার জন্য চিতাভস্মের কলসি প্রায়ত তরুণ গগৈর ছেলে তথা সাংসদ গৌরব গগৈ ।প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈইর চিতাভস্ম বরাক নদীতে বিসর্জনের সময় উপস্থিত ছিলেন শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, বদরপুরের বিধায়ক জামাল উদ্দিন আহমেদ, বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি আসুক উদ্দিন আহমেদ, বোন্দাশীল জিপির ওয়ার্ড সদস্য আব্দুল কালাম, জাকির বেগ, জাবির হোসেন সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গরা ।