শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

৪২০০ বছর আগে বদলেছিল পৃথিবী

জাগরণ ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার

৪২০০ বছর আগে পৃথিবীর ইতিহাসে ঘটে গিয়েছিল এক অতি গুরুত্বপূর্ণ ঘটনা। না| পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসে ৪২,০০ বছর আগে এক গুরুত্বপূর্ণ জলবায়ু সংক্রান্ত পরিবর্তন ঘটে। সেই সময়ে জলবায়ু যে আকৃতি নিয়েছিল, সেই আকৃতিই আজ পর্যন্ত বিদ্যমান রয়েছে বলে জানাচ্ছেন ভূবিজ্ঞানীরা।  প্রমাণিত হয়েছে এই পরিবর্তনের কথা।
বিজ্ঞানীরা জানান, মেঘালয় যুগ শুরু হয়েছিল এক খরা দিয়ে, মিশর থেকে চিন পর্যন্ত সেই খরাq আক্রান্ত হয়। এই ঘটনা ভূতত্ত্বের ইতিবৃত্তে হলে সিনকালু নামক এক বৃহৎ যুগের অন্তর্ভুক্ত। এই কাল গত ১১,৭০০ বছর ধরে বিদ্যমান রয়েছে। এই সময়ে মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতিতে ব্যাপকতর পরিবর্তন আসে।
২০০ বছরেরও বেশি সময় ধরে এই খরা চলেছিল। মিশর, গ্রিস, সিরিয়া, প্যালেস্টাইন, মেসোপটেমিয়া, সিন্ধু সভ্যতা এবং চিনের ইয়াংসি অববাহিকায় মানুষ তার বসতির বদল ঘটাতে শুরু করে এই সময়েই। পরিবর্তন ঘটে মহাসমুদ্রের অবস্থানের, ফলে বদলে যায় আবহাওয়াও। এই সমস্ত কিছুর প্রমাণ পাওয়া গিয়েছে মেঘালয়ের এক স্ট্যালাগমাইট গুহায় এই অভিমত প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ জিওলজিক্যাল সায়েন্সেস-এর সেক্রেটারি জেনারেল স্ট্যানলি ফিনে।