ট্যালেন্ট হান্ট অনুষ্ঠানের সুভারম্ভ করলেন বিজেপিরমুখপাত্র,বিশ্বরূ
আবুল সাহিদ , শিলচর আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:০৯ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার
বুধবার বদরপুর স্কাউট হাট ও জিআরপি কলোনীতে থেকে শুরু হলো ষ্টুডিও মন্দিরার পরিচালনায় ট্যালেন্ট হান্ট শো সেশন টু। প্রতি বছরের ন্যায় এ বছর ও ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার মাধ্যমে বদরপুরের ছেলে মেয়েদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে তা জনসমক্ষে আসবে আশাবাদী মন্দিরা ষ্টুডিওর কর্মকর্তারা ।বুধবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ট্যালেন্ট হান্ট অনুষ্ঠানের সুভারম্ভ করেন আসাম রাজ্যিক বিজেপির মুখপাত্র, বিশ্বরূপ ভট্টাচাৰ্য.সঙ্গে ছিলেন প্রাক্তন পৌরপতি সিতাংশু রায়, বিজেপির জেলা যুব মোর্চার সম্পাদক ও সমাজ কর্মী প্রীতম দাস, জেলা বিজেপির কোষাধক্ষ্য শ্যামল ভট্টাচাৰ্য,রাজ্যিক যুব মোর্চার কার্য নির্বাহী সদস্য শুভ্রপ্রকাশ দেব, প্রাক্তন নগর সমিতির সভানেত্রী বাবলি দাস, সুরজ সূত্রধর ও অন্যান্য বিশিষ্ট বেক্তিরা। আজথেকে মন্দিরা ষ্টুডিওর পরিচালনায় যে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার সুভারম্ভ হয়েছে তার থেকে আগামী দিনে অসংখ্য উদীয় মান প্রতিভার বহিরপ্রকাশ ঘটবে তা বদরপুরের সাংস্কৃতিক প্রেমী সচেতন মহল আশাবাদী। মন্দিরা ষ্টুডিওর এই সাধু কর্মের জন্য বদরপুরবাসী খুব আনন্দিত। সব কিছু ঠিক থাকলে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার শেষ দিনের সন্ধ্যায় জী সারেগামাপা বিজয়ী দেবজিৎ সাহারা গান উপভোগ করতে পারবেন বদরপুরবাসী তা আয়োজক সংবাদমাধ্যমকে জানিয়েছেন।