সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শীত বস্ত্র বিতরণ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ৪ জানুয়ারি ২০২১ সোমবার

নিজস্ব প্রতিনিধি :  বয়স হবে প্রায় দুই থেকে তিন, আবার কেউ কেউ চার। ওরা জানেনা এই পৃথিবীর কত উন্নত হচ্ছে, শিক্ষার অগ্রগতি কতদূর যাচ্ছে। ওরা জানেনা আর হয়তো জানার ইচ্ছায় রাখেনা, লড়ে যায় শুধু দারিদ্রতা নিয়ে।
 নন্দকুমার স্টেশনের পাশে খোলা মাঠে মশারি খাটিয়ে এই ঠান্ডায় ওরা বসবাস করে। কম্বল বলতে শুধু একটা পাতলা বস্তু ও একটা চাদর। হয়তো ওদের এই দারিদ্রতা থেকে বাঁচাতে পারবো না। মহিলাদলের কল্পজ্যতি স্বেচ্ছাসেবক পক্ষ থেকে নতুন বছরের ৩০জনের হাতে কম্বল তুলে দেয়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কল্পজ্যতির  কো: ফাউন্ডার ও জেনারেল সিক্রেটারি- শুভদীপ সাউ, কল্পজ্যতি  মহিষাদল শাখার চেয়ারম্যান - অয়ন কুমার কর, সেক্রেটারি - ঋদ্ধ দাস, সহ-সভাপতি - সৌহার্দ্য দাস এবং উপস্থিত ছিলেন অর্ঘ্য খাঁড়া, শান্তনু পাল, অয়ন সামন্ত, মোহিত রঞ্জন বেরা, সূজন দোলোই, নবনীতা মাইতিরা। সংস্থার পক্ষ থেকে শুভদীপ সাউ বলেন, ওরা এই ঠান্ডার হাত থেকে কিছুটা স্বস্তি পাবে। হাসি ফুটবে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে। তাই আমরা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি।