সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রতিষ্ঠা দিবসে শীতবস্ত্র বিতরণ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৩৩ পিএম, ১ জানুয়ারি ২০২১ শুক্রবার

শ্রীকৃষ্ণ মাইতি, কাঁথি : অতিমারি ও ভয়াবহ আমফান এই দুই সহ নানা ঘাত ও প্রতিঘাতের মধ্যে দিয়ে দুর্ভাগ্য জনক 2020 সাল কে সবাই বিদায় জানিয়ে  কাজলা জনকল্যাণ সমিতির নিজের জন্ম দিনেই আজ 2021 সালকে স্বাগত জানালো সমিতির সকল সদস্য ও কর্মী বন্ধুগণ!

সমিতির নিজের জন্ম দিনটি সহ নতুন বছরের প্রথম দিনটি উৎযাপিত হলো, আজকের এই দিনে পারুলিয়া মডার্ন হাইস্কুলের প্রধান শিক্ষক মাননীয় অনুত্তম পরিয়ালি ও  হিঞ্ছি বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাননীয়া যুথিকা মাইতি সহ আরও বিশিষ্ট ব্যাক্তিত্ব উপস্থিত থেকে ওনাদের  চোখে কাজলা জনকল্যান সমিতি বিষয়ে বক্তব্য রাখেন, সমিতির সম্পাদক তার স্বাগত ভাষণে সমিতির নানা কাজের দিক তুলে ধরেন ও আগামী দিন গুলি ভালো কাটুক এই কামনা করেন, সমিতির সহ সভাপতি জনাব আকবর আলী খান বলেন দুর্ভাগ্য জনক 2020 বিদায় নিলো আমরা সবাই 2021 সালে ভালো থাকবো এবং বাকিদের ও ভালো রাখবো এই অঙ্গীকার আমরা করবো, আজকের এই দিনে সমিতির কাজের এলাকার 40 জন শিশুকে পুরস্কৃত করা হয়, প্রসঙ্গত গত শিশু সুরক্ষা সপ্তাহ উৎযাপন এলাকার 980 জন শিশু অঙ্কন ও রচনা লেখা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিল, এছাড়াও 27 জন শিশু ও 15 জন দুস্থ বৃদ্ধ ও বৃদ্ধার হাতে উপহার স্বরূপ শীত বস্ত্র তুলেদেন সমিতির কার্যকরী সদস্য বৃন্দ।
পরিশেষে 77 বছরে সমিতি পদার্পন করার জন্যে একটি কেক কাটা ওটা পরিবেশনা করার মাধ্যমে আজকের অনুষ্ঠান থেকে সকল সদস্যদের ধন্যবাদ জানান সমিতির সভাপতি মাননীয় পশুপতি নন্দী ।