সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কল্পতরু উৎসবে সামিল হল হোমের আবাসিক ও দিব্যাঙ্গরা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:০৮ পিএম, ১ জানুয়ারি ২০২১ শুক্রবার

শ্রীকৃষ্ণ মাইতি, তমলুক : ১৮৮৬ সালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের জন্য কল্পতরু হয়েছিলেন। প্রবাদ আছে সেদিন থেকে ভক্তরা ১লা জানুয়ারী কল্পতরু দিবস হিসেবে এই দিন ঠাকুর রামকৃষ্ণের চরন তলে গিয়ে পূজো, অঞ্জলি দেন আর মনের বাসনা জানান।
প্রতি বছর হাজার হাজার ভক্তের ভিড় জমে কাশীপুর বরাহনগর উদ্যান বাটিতে ও দক্ষিনেশ্বর মন্দির চত্তরে ভক্তরা আবেগে জড় হয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্মরনাপন্ন হন। নিমতৌড়ৗ তমলুক উন্নয়ন সমিতি সংলগ্ন জাতীয় সড়কের পার্শ্ববতী অতিমনোরম পরিবেশ গড়ে তুলেছে পঞ্চবটী বন যেখানে শ্রীরামকৃষ্ণের ছবি শুধুনয় গড়ে তোলা হয়েছে ছোট একটি মন্দির সেখানে বট, অশ্বথ, আমলকী, অশোক ও বেল গাছের তলায় কল্পতরু উৎসবের আয়োজন করা হয়। ভক্তরা জড়ো হয়ে তাদের মনবাসনা পূরোনের জন্য - ফুল, মালা, প্রসাদীর সাথে সাথে নাম হোম যজ্ঞ হয় কল্পতরু উৎসবের আগত ভক্তদের থেকে জানা যায় রবীন্দ্রনাথ সংগ্রাম করোনায় প্রতিবন্ধীদের সুস্থ কামনায়, গীতা ঠাকুর তাড়াতাড়ি কোটের রায়ের জন্য প্রার্থনা জানায়, প্রিয়াংকা মাল লেখা পড়ার জন্য প্রার্থনা জানায় হোমের আবাসিকারা জানায় তাদের আইনি বেড়া জাল উঠে যাক তারা যেন বেড়াতে যেতে পারে। দৃষ্টিহীন সৌরভ, রবিউলদের চাওয়া তাড়াতাড়ি করোনা মুক্ত হোক পৃথিবী তাহলে তাদের গান বাজনার দলের ডাক পড়বে এবং হাতে পয়সা আসবে আনন্দে ভরে উঠবে এই সব দিব্যাঙ্গদের জীবন।
হোমের সুপার শিল্পা ও আল্পনা মাইতিরা ঠাকুরের কাছে তাদের মনবাসনা, স্বধর হোমের মেয়েদের দৈনন্দিন খাওয়া পরা ও কর্মীদের আর্থিক সহায়তা সরকার থেকে তাড়াতাড়ি হাতে আসুক তাহলে মেয়েদের ভালো রাখা সম্ভব হবে।
ঝাড়খন্ডের সোয়েতা মেহতার প্রার্থনা সে যেন খুব তাড়াতাড়ি তার পরিবারে ফিরে যেতে পারে, সন্তানহীনা বন্দনা দিন্ডার প্রার্থনা সন্তান প্রাপ্তির জন্য। এই ভাবে ভক্তরা তাদের নিজ মনবাসনা নিয়ে পঞ্চবটি বনে কল্পতরুর আরাধনায় সামিল হয়ে সকলের নির্দিষ্ট প্রার্থনা খুব তাড়াতাড়ি পৃথিবী কোরনা মুক্ত হোক।
নিমতৌড়ী তমলুক উন্নয়ন সমিতির সাধারন সম্পাদকও সামিল হন কল্পতরুর আরাধনায়, তিনি প্রার্থনা করেন - সমাজনীতির ভেদাভেদ ভুলে সারা জীবন গরীব অসহায় ও দিব্যাঙ্গদের সেবা কর্মে যুক্ত থাকার জন্য সকলের সাথে তিনিও প্রার্থনা জানান পৃথিবী তাড়াতাড়ি করোনা মুক্ত হোক। স্বাস্থ্য বিধি মেনে হোমের আবাসিক ও দিব্যাঙ্গদের কল্পতরু আরাধনায় পথচলতি সাধারন মানুষের ভিড় ছিল নজর কাড়া।