তমলুকে বোরোধানের জল ও পায়রাটুঙ্গি খাল সংস্কার দাবীতে ডেপুটেশান
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:১৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ বৃহস্পতিবার তমলুক ব্লকের পায়রাটুঙ্গি খাল সংস্কার সহ নাসা খাল সংস্কার ও বোরোধান চাষের জল এবং সুষ্ঠু জল নিকাশীর দাবীতে সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইন্জিনিয়ার -এর কাছে ডেপুটেশান দিল কৃষক সংগ্রাম কমিটি।
দীর্ঘ দিন ধরে তমলুক ব্লকের মূল জল নিকাশি এই খালটি ও এলাকার নাসাখাল গুলি সংস্কার না হওয়ায় বিস্তীর্ণ এলাকায় জল জমে যাচ্ছে। ধান-পান-বাহারীপাতা চাষীরা ব্যাপক ক্ষতি গ্রস্ত হচ্ছে। এমনকি বসত বাড়ীতে দীর্ঘদিন পর্যন্ত জল জমে থাকছে। কয়েক বছর আমন ধান পচছে,অন্যদিকে বোরোচাষ করার উপায় নেই। মাঠে জল জমে আছে।
এলাকার চাষীরা কৃষক সংগ্রাম কমিটি গড়ে তুলে আন্দোলনের ডাক দিয়ে আজ বৃহস্পতিবার সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইন্জিনিয়ার অফিস চত্বরে মিছিল করে এবং নিকট ১০ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করে।
নেতৃত্ব দেন কমিটির সম্পাদক শশাঙ্ক আদক, শম্ভু মান্না, বিষ্ণুপদ মাইতি, হরিনারায়ণ রাউৎ প্রমূখ।
আন্দোলনকারীদের পক্ষে বিকাশ আদক, নরেন্দ্রনাথ মাইতি, নির্মল রাউৎ জানান এই পায়রাটুঙ্গি খাল সংস্কার না হলে আমাদের চাষ বন্ধ হয়ে যাবে। জলের অভাবে বোরোধান চাষ হবে না। নাশাখাল গুলি মজে গেছে। অন্য দিকে আগামী দিনে জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়বে। আমরা ইতিমধ্যে তমলুক বিডিও, সেচ দপ্তরের এস ডি ও-কে অভিযোগ জানিয়েছি। আজ জেলা দপ্তরে ডেপুটেশন দিলাম। দাবি পূরণ না হলে আগামী দিনে জেলা শাসক ও সেচমন্ত্রীর নিকট আমাদের দাবী জানাবো।