শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সারা দেশের সাথে তমলুকে প্রতীকী অনশনে বসল কৃষকরা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার

নিজস্ব সংবাদদাতা,তমলুকঃ গত ২১ ডিসেম্বর থেকে তমলুকের হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মুর্তির, পাদদেশে ধর্ণা- অবস্থান চালিয়ে যাচ্ছেন,অল ইন্ডিয়া কিষান ক্ষেতমজদুর সংগঠন। কেন্দ্রের বিজেপি সরকারের কৃষক স্বার্থবিরোধী কৃষি আইন ও বিদ্যুৎ আইন প্রত্যাহারের দাবিতে দিল্লিতে কৃষকরা যেভাবে দিবারাত্র লাগাতার অবস্থান করছেন। সেই কৃষকদের সংহতি জানাতে এবং সেই আন্দোলনকে আরও শক্তিশালী করতে পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক এবং কাঁথিতে  ধর্না চলছে। দিল্লির ধর্না মঞ্চ থেকে আজ সারা দেশজুড়ে কৃষকদের প্রতীকী অনশনে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়। তমলুকের ধর্না মঞ্চে আজ ২১ জন কৃষক এই অনশনে সামিল হন। সাথে সাথে প্রায় শতাধিক কৃষক ছাত্র-যুব-শিক্ষক মহিলা এই অবস্থানে সামিল হন। অনশনকারী কৃষক নেতা উৎপল প্রধান, সমরেশ মাইতি ছাড়াও আজকে অবস্থান মঞ্চে বক্তব্য রাখেন এসইউসিআই (কমিউনিস্ট) জেলা সম্পাদিকা অনুরুপা দাস। অনশনকারীদের  পুস্পস্তবক দিয়ে সংহতি জানান ও বক্তব্য রাখেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক আনন্দ বরণ হান্ডা, মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী ফ্রন্টের জেলা আহ্বায়ক শেখ মাসুদ সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। উৎপল বাবু বলেন, যতদিন না কেন্দ্র সরকার আইন বাতিল করে ততদিন আমরা বিভিন্ন এলাকায় বিক্ষোভ অবস্থান প্রতিবাদ চালিয়ে যাব। অনুরুপা দাস বলেন, এদেশে প্রতি ১২ মিনিটে একজন কৃষক আত্মহত্যা করেন।আজকে সময় এসেছে কেন্দ্রের বিজেপি সরকারের কৃষক দরদী মুখোশ খুলে দেওয়ার। তিনি দলের কর্মী সহ সর্বস্তরের মানুষকে গ্রামে গ্রামে গিয়ে এই কৃষি নীতি সম্পর্কে আলোচনা করা, তাদের সংগঠিত করা এবং কমিটি গড়ে তুলে প্রতিবাদ আন্দোলন আরও শক্তিশালী করার আহ্বান জানান। ধর্ণা শেষে অবস্থানকারীরা মিছিলে করে তমলুক শহর পরিক্রমা করে।

​​​​​