রক্তের হাহাকার মেটাতে এগিয়ে এল নিশ্চিন্তা ছন্দবাণী ক্লাব
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:১৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০২০ সোমবার
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ বর্তমান কঠিন পরিস্থিতিতে ব্লাড ব্যাংকের রক্ত ঘাটতির ফলে, ভয়াবহ রক্ত সংকটের মুখোমুখি হওয়া মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এল পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর-২ ব্লকের নিশ্চিন্তা ছন্দবানী ক্লাবের সদস্যরা। সোমবার নিশ্চিন্তা ছন্দবাণী ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন,খড়্গপুরের ওসি মোহাম্মদ আসিফ। উপস্থিত ছিলেন,ক্লাবের সম্পাদক তন্ময় জানা, প্রবীর দে, মনোজ নাগ, শিবু দাস, প্রদীপ দে, শুভঙ্কর দাস প্রমূখ। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট ১৩০ জন রক্ত দান করেন।ছন্দবাণী ক্লাবের সদস্যরা বলেন, ভয়াবহ রক্ত সংকটের মুখোমুখি হওয়া মানুষদের পাশে দাঁড়াতে এবং ব্লাড ব্যাঙ্কের রক্তসংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন।এর পাশাপাশি বলেন,আমরা সারা বছর মানুষের পাশে থাকি এবং আগামী দিনেও থাকবো।