রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আলংগিরি রাসাষ্টমী উপলক্ষে আলপনা প্রতিযোগিতা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ১২ ডিসেম্বর ২০২০ শনিবার

আলংগিরি রাসাষ্টমী উপলক্ষে আলংগিরি গ্রামবাসীদের উদ্যোগে বিভিন্ন ধরনের কর্মসূচি নেয়া হয়েছে যার মধ্যে রয়েছে আলপনা প্রতিযোগিতা। ঐ আলপোনা প্রতিযোগিতা গত 5 বছর ধরে হয়ে আসছে। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নং ব্লকের আলংগিরি রাসমন্দির প্রাঙ্গনে শুরু হলো আলপনা প্রতিযোগিতা। দারুন উৎসাহ নিয়ে এই আলপনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রায় 30 জন প্রতিযোগী। মন্দির প্রাঙ্গনে গ্রামের মেয়েদের হিড়িক পড়ে যায় আলপনা দেওয়ার। আর তাতেই মেলার আগে সেজে উঠেছে রাস মন্দির চতর। মেলা কমিটির কর্মকর্তা সতব্রত পানিঘ্রাই জানান গ্রামের মেয়েদের প্রতিভাকে ফুটিয়ে তুলতে আমরা গত 5 বছর ধরে এই প্রতিযোগিতা করে আসছি ।আর তাতেই গ্রামের মেয়েদের উৎসাহও দেখার মতো রয়েছে। আমরা পরবর্তী বছর গুলোতেও ঐ প্রতিযোগিতা চালিয়ে নিয়ে যাবো।