একনেকে ৩৮ প্রকল্প উপস্থাপন
অর্থনৈতিক প্রতিবেদক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৬:০১ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার
জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্যনির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৩৮ প্রকল্প উপস্থাপন করা হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে ব্যয় ৫০ কোটি টাকার কম রয়েছে এমন ১৫টি প্রকল্প আগেই নিজস্ব ক্ষমতাবলে অনুমোদন দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার বেলা ২টা ৩০ মিনিটে একনেক শুরু হয়। রাজধানীর শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হওয়া ওই একনেকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে উপস্থাপিত হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। এটি নির্মাণে ব্যয় ধরা হচ্ছে ২ হাজার ৬৩৭ কোটি ৪০ লাখ টাকা। এটি ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে।
এছাড়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে (প্রথম পর্যায়) ব্যয় ধরা হচ্ছে ২ হাজার ৩০৯ কোটি ৭৯ লাখ টাকা; জয়িতা ফাউন্ডশনের সক্ষমতা বিনির্মাণে ব্যয় ধরা হচ্ছে ২৬২ কোটি ৯৯ লাখ টাকা; সংশোধন করা হচ্ছে শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট, মান্দা প্রকল্পে মূল ব্যয় ৭৪ কোটি ৬২ লাখ থেকে ৮২ কোটি ১৪ লাখ টাকা বাড়িয়ে মোট ব্যয় ধরা হচ্ছে ১৫৬ কোটি ৭৭ লাখ টাকা এবং দ্বিতীয়বারের মতো সংশোধন হতে যাওয়া ভোলা টেক্সটাইল ইনস্টিটিউট প্রকল্পে প্রথম সংশোধিত ব্যয় ৭২ কোটি ৯২ লাখ টাকা থেকে ৩২ কোটি ৭৭ লাখ টাকা বাড়িয়ে এখন মোট ব্যয় ধরা হচ্ছে ১০৫ কোটি ৬৯ লাখ টাকা।
এসব প্রকল্পের বাইরে অনুমোদন হতে যাওয়া প্রকল্পগুলো হলো- চট্টগ্রাম মহানগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপন (প্রথম পর্যায়); নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে কঠিন বর্জ্য সংগ্রহ এবং অপসারণ ব্যবস্থাপনা; বহাদ্দারহাট বাড়ইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন; চা বাগান কর্মীদের জন্য নিরাপদ সুপেয় পানি সরবরাহ ও স্যানিটেশন, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ (ষষ্ঠ পর্ব); বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবন নির্মাণ; ১১টি আধুনিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থাপন; মাদারীপুরে সরকারি অফিসগুলোর জন্য বহুতল ভবন নির্মাণ; নির্বাচিত ৯টি সরকারি কলেজের উন্নয়ন; গোপালগঞ্জের শেখ রাসেল উচ্চ বিদ্যালয় ও ঢাকা সূত্রাপুরের শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন; চট্টগ্রাম-খুলনা-রাজশাহী এবং রংপুর বিভাগে একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন; র্যাবের আভিযানিক সক্ষমতা বৃদ্ধিকরণ, ডিপিডিসির আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন, সোনাগাজী ৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং বীজ প্রত্যয়ন কার্যক্রম জোরদারকরণ প্রকল্প।
অন্যদিকে ৫০ কোটি টাকার নিচে ব্যয়ের বেশকিছু প্রকল্প ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ রকম কয়েকটি প্রকল্প হচ্ছে- আকাশ আলোকচিত্র ধারণের মাধ্যমে ঢাকা শহর ও পার্শ্ববর্তী এলাকার বৃহৎ স্কেলের টপোগ্রাফিক্যাল মানচিত্র প্রণয়ন; চাঁপাইনবাবগঞ্জ জেলার মহানন্দায় শেখ হাসিনা সেতু সংলগ্ন এলাকায় পর্যটন কেন্দ্র নির্মাণ; নোয়াখালী জেলার হাতিয়া ও নিঝুম দ্বীপে পর্যটন কেন্দ্র নির্মাণ; চরফ্যাশন পৌরসভার অবকাঠামো উন্নয়ন; বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলা থেকে রুমা উপজেলা পর্যন্ত পল্লী সড়ক নির্মাণ; বিদ্যুৎবিহীন প্রত্যন্ত এবং চর এলাকায় সৌরশক্তির উন্নয়ন; ভৈরব ও রূপসা নদীর ভাঙন থেকে খুলনা শহরের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা রক্ষা; খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুলের অবকাঠামো উন্নয়ন; যশোর বিএএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ, অডিও ভিজুয়াল সংবাদ প্রবর্তন ও অডিও ভিজুয়াল সংবাদ তৈরিতে বাসসের সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি; অনলাইনে গণগ্রন্থাগারগুলোর ব্যবস্থাপনা ও উন্নয়ন; মোহনগঞ্জ উপজেলায় শৈলজারঞ্জন সংস্কৃতি কেন্দ্র নির্মাণ এবং দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি পরিচালনা।
কেএইচ/এফসি/এমটিআই