দিল্লির কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে কৃষি ধরনা অবস্থান
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:০৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
নিজস্ব সংবাদদাতা, তমলুকঃ কেন্দ্রের কৃষক স্বার্থবিরোধী কালা কৃষিনীতি ও বিদ্যুৎ নীতি বাতিলসহ দিল্লির কৃষক আন্দোলনে সংহতি জানিয়ে নিমতৌড়িতে ধরনা অবস্থান শুরু করল অল ইন্ডিয়া কিষান ও ক্ষেতমজুর সংগঠন। সকাল দশটা থেকে শুরু হয়। চলবে আগামী কাল সন্ধ্যা পর্যন্ত। বক্তব্য রাখেন পূর্ব জেলা সম্পাদক জগদিশ সাউ, সহ-সভাপতি বিবেকানন্দ রায়, প্রবীর প্রধান, শিশির বেরা প্রমুখ। কৃষক আন্দোলন কে সংহতি জানাতে শামিল হয় মহিলা সাংস্কৃতিক সংগঠন, এ আই ইউ টি ইউ সি, পরিচারিকার সমিতি সহ বিভিন্ন সংগঠন। জগদীশবাবু বলেন এ আই কে কে এম এস রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্য জুড়ে প্রায় শতাধিক অবস্থান ধরনা বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। আগামীকাল এ জেলায় আরও ৮টি জায়গায় ধর্না শুরু হবে। কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। তিনি পাড়ায় পাড়ায় আন্দোলনের কমিটি গঠন করার জন্য সকলের কাছে আবেদন জানান। বিবেক বাবু বলেন,এ জেলায় পান চাষী, লঙ্কা বাদাম চাষী ফসলের সঠিক দাম পায় না। এই কৃষি নীতি কৃষকদের আরও সমস্যায় ফেলবে। সঠিক রাস্তায় যুক্ত কৃষক আন্দোলনই পারে এই সমস্যার সমাধান করতে, সকলকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।