রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

গাঁদা ফুলের চাষ করে লাভের মুখ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:০৭ পিএম, ৯ ডিসেম্বর ২০২০ বুধবার

মালদাঃ- মালদহের হবিবপুর ব্লক মূলত কৃষি কাজের উপর নির্ভর শীল ধান, পাট, ও সরষে চাষের সাথে সাথে।হবিবপুর ব্লকের ঝিণঝিনি পুকুর এলাকায় এক ব্যাক্তি গাঁদা ফুল চাষ করছেন। অভিমন্যু তরফদা নামে এক ব্যাক্তি প্রায় পাঁচ বছর ধরে গাঁদা ফুলের চাষ করেও লাভের মুখ দেখছেন। প্রায় পাঁচ বছর ধরে গাঁদা ফুল চাষ করছে তার ইছে ফুলের বাগান বানানো তিনি নিজেও বুঝতে পারেনি তার এই সকের বাগান এখন তার উপাজনের পথ হয়ে দারাবে নিজের জমি বলতে রয়েছে শুধু তার নিজের বাড়ি অন্যনের জমি লিজে নিয়ে  এবছর তিনি দের বিঘা জমিতে গাঁদা ফুল চাষ করছে আরো দের বিঘা জমিতে গাঁদার চারা লাগিয়েছেন। অভিমন্যু তরফদার বলেন অন্যান ফসল চাষের চেয়ে গাঁদা ফুল চাষে লাভের পরিমান অনেক বেশি গাঁদাফুল চাষে খরচ অনেক কম জৈব সার আর কিছু রাসায়নিক সার ব্যাবহার করে  হয়ে যায় এখন প্রতিদিন প্রদয় ৩০ থেকে ৪০ কেজি ফুল বাজারে পাঠাছি বর্তমানে ফুলের দাম ২০ থেকে ৩০ টাকা কেজি অনেক সময় আরো দাম হয়ে যায়১০০ টাকা। বর্তমানে লোকাল বাজার আইহো বুলবুলচন্ডীতে দিছি এই ফুল কখন কখন মালদা বাজারেও দিয়ে আসি অন্যন চাষের চেয়ে গাঁদা ফুল চাষে লাভ অংশ অনেক বেশি এখন বর্তমানে এই এলাকায় তিন চার জন এই ফুলের চাষ শুরু করেছেন।শীতকালে বাজারে ফুলের চাহিদা অনেক বেশি দেখা যায়।