সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ৯ ডিসেম্বর ২০২০ বুধবার

বিশ্বজিৎ মন্ডল, হুগলিঃ আইবি ডিপার্টমেন্টের অফিসার পরিচয় দিয়ে আইবি ডিপার্টমেন্টে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণার ঘটনা হুগলি জেলার কোন্নগরে।কোন্নগর সাধুর গলি এলাকার বাসিন্দা অপূর্ব নন্দী নিজেকে আইবি অফিসার পরিচয় দিয়ে বহু বেকার যুবকের থেকে প্রায় আট লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠলো।বিভিন্ন জেলার ছেলেদের থেকে আইবি ডিপার্টমেন্টে চাকরি দেবে বলে টাকা নেয় অপূর্ব।প্রতারিত যুবকদের আইবি ডিপার্টমেন্টের ভুয়ো নিয়োগপত্র দেয় অপূর্ব নন্দী।পরে যাচাই করে যুবকরা জানতে পারে তাদের সাথে প্রতারণা হয়েছে।এরপর উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করে প্রতারিত যুবকরা।স্থানিয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তন্ময় দেব জানান এর আগেও অপূর্ব নন্দী এরকম প্রতারণা করেছে নিজেকে আইবি অফিসার পরিচয় দিয়ে।পুলিশের হাতে ধরাও পড়েছিল আগে।কাউন্সিলর আরো জানান এই বিষয়ে পুলিশকে বলবেন যাতে এই প্রতারকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়।এই ঘটনা জানাজানি হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।