সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দশ দিন ব্যাপী সাইকেল যাত্রা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:০৬ পিএম, ৯ ডিসেম্বর ২০২০ বুধবার

জ্যোতির্ময় ভৌমিক , বঙাইগাঁও অসম :-কৃষক নেতা অখিল গগৈকে বিনা শর্তে মুক্তি এবং কা আইন বাতিল করার দাবিতে বঙাইগাঁও জেলা কৃষক কর্মসূচিতে সংগ্রাম সমিতি মঙ্গলবার দশ দিনের সাইকেল যাত্রা কর্মসূচি শুরু করে। বঙাইগাঁও জেলার নর্থবৈঠামারী হাইস্কুল খেলারমাঠ থেকে শুরু করে পাঁচদিনব্যাপী সাইকেল যাত্রা কর্মসূচিতে বঙাইগাঁও জেলা কৃষকমুক্তি সংগ্রাম সমিতির সভাপতি মহীধর রায় , সাধারন সম্পাদক নন্দন দেবনাথ সহ সংঘটনটির জেলা এবং আঞ্চলিক পর্যায়ের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন।সাইকেল যাত্রার শুভক্ষণে এবং অংশ গ্রহণ করা সকলে কা আইনএর বিরুদ্ধে শ্লোগান দিয়ে সরগরম করে তোলে পরিবেশ।কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সভাপতি মহীধর রায় এবং সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ বলেন যে বিজেপি নেতৃত্ৰাধীন কেন্দ্র এবং রাজ্য সরকার কৃষকদের বিরুদ্ধে কাজ করছে ।কৃষক নেতা অখিল গগৈকে ষড়যন্ত্র করে অন্যায় অবিচারহীন দীর্ঘ সময় জেলবন্দি করে রেখেছে ।এই সরকার অসমের জনগণের আবেগ অনুভূতির কোনো পরোয়া না করে এবং নানান অজুহাত দেখিয়ে অখিল গগৈ কে জেল বন্দী করে কৃষক আইন এবং কা বলবৎ করার পথে অগ্রসর হয়েছে।তারা বলেন শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও কা এর বিরুদ্ধে কঠিন আন্দোলনে সামিল হবেন এবং অখিল গগৈ কে অবিলম্বে মুক্তি দিতে হবে ।