দুয়ারে সরকার কর্মসূচি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:১২ পিএম, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
অভিজিৎ মন্ডল,ফরাক্কা:-মঙ্গলবার ফরাক্কা ব্লকে শুরু হল পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার মহাদেবনগর গ্রামপঞ্চায়েতের সামনে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন মহাদাবনগর এর প্রধান।আলকাব গানের মধ্যে দিয়ে সরকারের প্রচার করা হয়।উপস্থিত ছিলেন মহাদেবনগর এর গ্রামপঞ্চায়েতের প্রধান রেকসোনা বিবি।এদিন দুয়ারে সরকার কর্মসূচিতে ১০০ দিনের কাজ, স্বাস্থ্য সাথী, তপশিলিজাতি, উপজাতি ও সার্টিফিকেট প্রদান, জয় জোহর, তপশিলি বন্ধু, খাদ্য সাথী রেশন কার্ড সংশোধন, শিক্ষাশ্রী স্কলারশিপ, ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ, কন্যাশ্রী, রুপশ্রী, কৃষক বন্ধু প্রকল্পগুলির সুযোগ সাধারণ মানুষ খুব সহজে মেলার জন্য আবেদন জানান। রাজ্য সরকারের সমস্ত সুযোগ সুবিধা সহজে মেলার জন্য জনগণের দুয়ারে রাজ্য সরকারের এই ভুমিকায় খুব খুশি।দুয়ারে সরকার কর্মসূচি সফল রুপায়নে ফরাক্কা ব্লকের নয়টি গ্রামপঞ্চায়েতে শিবির করা হবে। আমাদের লক্ষ্য প্রতিটি ফরাক্কাবাসী যাতে রাজ্য সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বা হয়রানির শিকার না হোন। সরকারি সুযোগগুলি যাতে সহজে সকলে পান দুয়ারে সরকার কর্মসূচির মূল উদ্দেশ্য।